পিকেএসএফ উন্নয়ন মেলায় সাড়া ফেলেছে ইপসার ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্য

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ক্ষুদ্র উদ্যোক্তাদের কৃষি, খাদ্য এবং প্রচলিত পণ্যের স্টলে ইপসার প্রধান নির্বাহী আরিফুর রহমানের সঙ্গে ইপসা অর্থনৈতিক উন্নয়ন বিভাগের সংশিষ্টরা।

হাকিম মোল্লা:  পিকেএসএফ উন্নয়ন মেলায় দর্শনার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে ইপসার স্টলে স্থান পাওয়া তৃণমূল পর্যায়ের ক্ষুদ্র উদ্যোক্তাদের কৃষি, খাদ্য এবং প্রচলিত পণ্য। শেষ দিকে এসে পুরোপুরি জমে উঠেছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন  (পিকেএসএফ) উন্নয়ন মেলা ২০১৯ ।

স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইয়ং পাওয়ার ইন স্যোশাল এ্যাকশন-(ইপসা)সহ সেবামুখী ১৩০টি সংস্থার ১৯০টির বেশি স্টল মেলায় স্থান পেয়েছে।

পিকেএসএফ’র বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণকারীদের উৎপাদিত পণ্য প্রদর্শনী ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে এ উদ্যোগ বলে জানান ইপসার অর্থনৈতিক উন্নয়ন বিভাগের সংশ্লিষ্টরা।

ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এই মেলা শেষ হবে আগামী ২০ নভেম্বর।

মেলা প্রতিদিন সকাল ১০টা হতে রাত সাড়ে ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত ।

১৪ নভেম্বর এই মেলা উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, এফসিএ,এমপি।

পিকেএসএফ চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জামান আহমদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

শেয়ার করুন