রাউজানে বিপুল অস্ত্রসহ ডাকাত সর্দার গ্রেফতার

তালিকাভুক্ত সন্ত্রাসী মো. আলমগীর প্রকাশ আলম ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ

চট্টগ্রাম: রাউজান উপজেলার পূর্ব রাউজান শামসু টিলা এলাকায় অভিযান চালিয়ে বিপুল অস্ত্রসহ পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মো. আলমগীর প্রকাশ আলম ডাকাতকে (৪১) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২০ নভেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে গ্রেফতারের বিষয়টি জানায় চট্টগ্রাম জেলা পুলিশ।

আরো পড়ুন : গর্জনীয়ায় বনকর্মীর নেতৃত্বে চলছে পাহাড় কাটা, চুপ সংশ্লিষ্টরা
আরো পড়ুন : চট্টগ্রাম জেলা পুলিশের ‘অগ্রযাত্রা’ স্মরণিকার মোড়ক উন্মোচন

মঙ্গলবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে আলমগীর প্রকাশ আলম ডাকাতকে গ্রেফতার করে রাউজান থানা পু্লিশ।

আলমগীরের আস্তানা থেকে ১৭টি বিভিন্ন ধরনের অস্ত্র, একটি ম্যাগাজিন, সাত রাউন্ড কার্তুজ, অস্ত্র তৈরির সরঞ্জাম, ছুরি ও দা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পু্লিশ।

গ্রেফতার আলমগীরের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে মোট ১৭টি মামলা রয়েছে বলেও জানিয়েছে পু্লিশ।

অতিরিক্ত পু্লিশ সুপার (বিশেষ শাখা) মহিউদ্দীন মাহমুদ সোহেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাউজান উপজেলার পূর্ব রাউজান শামসু টিলা এলাকায় অভিযান চালিয়ে ১৭টি অস্ত্রসহ পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মো. আলমগীর প্রকাশ আলম ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। আলমগীরের আস্তানা থেকে ম্যাগাজিন, কার্তুজ ও অস্ত্র তৈরির সরঞ্জামও উদ্ধার করা হয়েছে। আলমগীরের বিরুদ্ধে মোট ১৭টি মামলা রয়েছে বিভিন্ন থানায়।

অভিযানে রাউজান থানার ওসি কেপায়েত উল্লাহসহ বেশ কয়েকজন পু্লিশ সদস্য আহত হয়েছে বলে তথ্য দেন মহিউদ্দীন মাহমুদ সোহেল।

শেয়ার করুন