আজ কেন্দ্রীয় যুবলীগের সম্মেলন: ঢাকায় গেছেন চট্টগ্রামের দুই হাজার নেতাকর্মী

কেন্দ্রীয় যুবলীগের সম্মেলনে যোগ দিতে চট্টগ্রাম থেকে ঢাকায় গেছেন প্রায় দুই হাজার নেতাকর্মী। এদের মধ্যে প্রায় এক হাজার জন গেছেন মহানগর থেকে।

শুক্রবার (২২ নভেম্বর) রাতে তারা ট্রেন-বাসযোগে ঢাকায় রওনা হন। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ শনিবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় যুবলীগের সপ্তম সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

দ্বিতীয় সেশনে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে। এ অধিবেশনে সংগঠনটির নতুন নেতৃত্ব নির্বাচিত হবে।

জানা গেছে, চট্টগ্রাম মহানগর থেকে ৫৫ জন কাউন্সিলর, ৫০০ জন ডেলিগেট এবং অর্ধ সহস্রাধিক কর্মী ঢাকায় গেছেন। এছাড়া চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা থেকে পাঁচ শতাধিক নেতাকর্মী সম্মেলনে যোগ দিয়েছেন।

নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ জানান, জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণ থেকে সাতটি বাস এবং তূর্ণা নিশিতার দুইটি বগি ও ঢাকা মেইলের দুইটি বগি করে আহবায়ক মহিউদ্দিন বাচ্চু, যুগ্ম আহবায়ক ফরিদ মাহমুদসহ নগর যুবলীগের প্রায় ৪০০ নেতাকর্মী ঢাকায় গেছেন। এছাড়া অনেকে ব্যক্তিগতভাবে সম্মেলনে যোগ দিয়েছেন।

যুবলীগের সাবেক কেন্দ্রীয় নেতা আবদুল মান্নান ফেরদৌস জানিয়েছেন, সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারীরা সোনার বাংলার একটি বগি এবং দুইটি বাসযোগে ঢাকায় গেছেন। আবদুল মান্নান ফেরদৌস, এডভোকেট চন্দন তালুকদার, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, দিদারুল আলমসহ প্রায় তিন শতাধিক নেতাকর্মী ঢাকায় গেছেন।

কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক মো. সেলিম উদ্দিন জানান, চট্টগ্রাম উত্তর জেলা থেকে ২৫ জন কাউন্সিলর এবং ১০০ জন ডেলিগেট সহ তিন শতাধিক নেতাকর্মী ঢাকায় গেছেন।

শেয়ার করুন