শাহজালালে ৬৭ লাখ টাকার সিগারেট জব্দ

ঢাকা : শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে ১ লাখ ৬৮ হাজার ৬শ’ শলাকা বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা। ৮৪৩টি মিনি কার্টনে এসব সিগারেট আনা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মঈনুল খান বুধবার (২২ মার্চ) রাতে গণমাধ্যমে এ তথ্য জানান।

তিনি জানান, সকালে শুল্ক গোয়েন্দা অধিদফতরের সদস্যরা বিমানবন্দরের বেল্টে অভিযান চালিয়ে যাত্রী মোহাম্মদ রাশেদুল হকের কাছ থেকে ২৫৩ কার্টনে মোট ৫০ হাজার ৬’শ শলাকা সিগারেট জব্দ করেন।

এছাড়া বিকেল সাড়ে ৫টায় শুল্ক গোয়েন্দার উপস্তিতি টের পেয়ে অজ্ঞাত এক যাত্রী ৬ মাস্টার কার্টন ফেলে পালিয়ে যান। এতে আমদানি নিষিদ্ধ ১ লাখ ১৮ হাজার শলাকা বিদেশি সিগারেট পাওয়া যায়। এসব সিগারেট ৬টি বড় ব্যাগেজে লুকানো ছিলো বলেও জানান মঈনুল খান।

জব্দকৃত সিগারেট লন্ডনের ডানহিল ৩০৩ ও মন্ড ব্র্যান্ডের। শুল্ককরসহ যার বাজার মূল্য প্রায় ৬৭ লাখ ৪৪ হাজার টাকা। জব্দকৃত পণ্যের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও ওই কর্মকর্তা।

শেয়ার করুন