গুইমারা উপজেলা প্রধানমন্ত্রীর ঐকান্তিক ইচ্ছার ফসল: কংজরী

বক্তব্য রাখছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী বলেছেন, জাতির জনকের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক ইচ্ছার কারনেই গুইমারা উপজেলা হয়েছে। গুইমারাকে জেলার নবম উপজেলা হিসেবে প্রতিষ্ঠা করতে গিয়ে তৎকালীন বিএনপি-জামায়াত কর্তৃক অনেক ষড়যন্ত্রের শিকার হতে হয়েছে। সকল বাধা পেরিয়ে আওয়ামীলীগ সরকারের আমলেই গুইমারা উপজেলায় রুপান্তরিত হয়েছে।

তিনি বলেন, গুইমারাকে উপজেলা ঘোষনার পর থেকে সারাদেশের মতোই সরকারের চলমান উন্নয়নে সমসুযোগ
নিয়ে এগিয়ে চলেছে। গুইমারাবাসী এখন আর পিছিয়ে নেই।

শনিবার (৩০ নভেম্বর) গুইমারা উপজেলা প্রতিষ্ঠার ৫ম বর্ষে পদার্পন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে গুইমারা মডেল হাই স্কুল মাঠে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।

র‌্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গিয়ে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠার ৫ম বর্ষ পূর্তি উদযাপন করা হয়।

গুইমারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তুষার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সিন্ধুকছড়ি সেনা জোন অধিনায়ক লে. কর্ণেল রুবায়েত মাহমুদ হাসিব। এতে গুইমারা উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, গুইমারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেমং মারমা, হাফছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।

উল্লেখ্য, ২০১৫ সালের ২ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারের প্রশাসনিক পুনর্বিন্যাস সম্পর্কিত জাতীয় বাস্তবায়ন কমিটি ১০৯তম সভায় খাগড়াছড়ির রামগড় উপজেলার হাফছড়ি, মহালছড়ির সিন্দুকছড়ি ও মাটিরাঙ্গার গুইমারা ইউনিয়নকে নিয়ে ‘গুইমারা উপজেলা’ ঘোষণা করা হয়। ওই বছরের ৩০ নভেম্বর গুইমারা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে গুইমারা উপজেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা।