সাপ্তাহিক ডে-অফ প্রথা চালু সিএমপি’র ট্রাফিক বিভাগে

চট্টগ্রাম : ট্রাফিক বিভাগে কর্মরত সার্জেন্ট, টিএসআইদের সাপ্তাহিক ছুটির আদলে ডে -অফ প্রথা চালু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। কর্মরত সার্জেন্ট, টিএসআইগণ সপ্তাহের শুক্রবার ও শনিবার পালাক্রমে তাদের পছন্দমত যে কোন একদিন সপ্তাহিক ছুটি ভোগ করবেন।

বুধবার (৪ ডিসেম্বর) সকালে মহানগর পুলিশের উপ-কমিশনার (পিআর অ্যান্ড আইসিটি) আবু বকর সিদ্দিক এই তথ‌্য নিশ্চিত করেছেন।

আরো পড়ুন : প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, সম্পদে পরিণত হবে
আরো পড়ুন : ঢাকার মঞ্চে আসছেন সালমান-ক্যাটরিনা!

সাপ্তাহিক ছুটিবিহীন দিনের পর দিন দায়িত্ব পালন করে আসছিলেন পুলিশের ট্রাফিক বিভাগের সার্জেন্ট ও অন্যান্য পদবীর কর্মকর্তারা। দীর্ঘদিনের সেই প্রথা ভেঙে এবার ট্রাফিক সার্জেন্টদের ডে-অফ প্রথা চালুর নির্দেশনা দিয়েছেন মহানগর পুলিশ কমিশনার মাহবুবুর রহমান বিপিএম। তিনি মনে করেন, এর ফলে প্রত্যেক অফিসার তার পরিবারে সময় দিতে পারবেন। পারিবারিক কাজে সহযোগিতা করতে পারবেন। সাপ্তাহিক ছুটিশেষে অফিসারদের মধ্যে ব্যাপক কর্মোদ্দীপনা সৃষ্টি হবে।

গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে সিএমপি জানায়, পুলিশ কমিশনার ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক)’র আন্তরিকতায় এবং উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) উত্তর ও বন্দর এর সহযোগিতায় সিএমপি ট্রাফিক বিভাগ নতুন এই যুগান্তকারী পদক্ষেপ বাস্তবায়ন করেছে।

শেয়ার করুন