‘হোটেল পেনিনসুলায় ক্রিকেটারদের ছবি তুলতে পারবেন’

চট্টগ্রাম : চট্টগ্রামের জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়াম, এমএ আজিজ স্টেডিয়াম এবং কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে ২৭ মার্চ একযোগে শুরু হবে ইমার্জিং টিমস এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট।

এতে এশিয়ার টেস্ট খেলুড়ে চারদল-বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলংকাসহ আইসিসির সহযোগী আফগানিস্তান, মালয়েশিয়া, হংকং ও নেপাল এই আট দল অংশ নিচ্ছে। বিমানবন্দর থেকে হোটেল-সড়ক সবখানে ক্রিকেটারদের নিরাপত্তা দিবে পুলিশ। বিমানবন্দরে ক্রিকেটারদের ছবি তোলা যাবে না।

বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেলে বিসিবিসহ বিভিন্ন পর্ষদের সঙ্গে সমন্বয় সভাশেষে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার ইকবাল বাহার সাংবাদিকদের এসব তথ্য জানান।

পুলিশ কমিশনার বলেন-ইমার্জিং টিমস এশিয়া কাপ-এ অংশ নেওয়া বাংলাদেশসহ এশিয়ার আট দলের ক্রিকেটারদের ভিআইপি মর্যাদা দেবে পুলিশ। তিনি বলেন-আট দলের খেলোয়াড়দের ভিআইপি মর্যাদা দিয়ে দ্রুত তাদের হোটেলে নিয়ে আসা হবে। ক্রিকেটাররা হোটেল পেনিনসুলায় উঠবেন। সেখানে (হোটেলে) ক্রিকেটারদের ছবি তোলার জন্য কিছু সময় দেয়া হবে। আপনারা (সাংবাদিক) দয়া করে সেখান থেকেই ক্রিকেটারদের ছবি তুলতে পারবেন।

দর্শক ম্যাচের দিন দুটি স্টেডিয়ামের নির্ধারিত বুথে প্রবেশ টিকেট পাবেন। মাঠে মুঠোফোন ছাড়া পানি ও খাদ্যসহ অন্যান্য জিনিসপত্র প্রবেশ করানো যাবে না।–বলেন পুলিশ কমিশনার।

শেয়ার করুন