পথচারীকে ভয়ভীতি দেখিয়ে মোবাইল ছিনতাই চেষ্টা, আটক ৩

পথচারীকে ভয়ভীতি দেখিয়ে মোবাইল ছিনতাই চেষ্টা, আটক ৩

চট্টগ্রাম : পথচারীকে ভয়ভীতি দেখিয়ে মোবাইল ছিনতাই চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাত ১০টার দিকে কোতোয়ালী থানার সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন ফিরিঙ্গীবারের চেয়ারম্যান ঘাটা এলাকার আব্দুর রহমান রকির ছেলে মোঃ মেহেরাজ রহমান রাকিব (১৯), আলকরণের দোভাষ কলোনীর মামুন সাহেবের ভাড়াটিয়া মোঃ আলমগীরের ছেলে মোঃ রানা (১৯) ও কোতোয়ালী থানার বংশাল রোডের শাহজাহান ড্রাইভার বাড়ির মোঃ জামাল হোসেনের ছেলে মোঃ মিরাজ হোসেন (১৯)।

আরো পড়ুন : টিসিবির পেঁয়াজ কালোবাজারে বিক্রি : ৪জন আটক চট্টগ্রামে
আরো পড়ুন : অন্তরার হাত ধরে বাংলাদেশে এলো চতুর্থ স্বর্ণপদক

কোতোয়ালী থানা পুলিশ জানায়, মো. নাছির (২০) নামের এক দোকান কর্মচারী নগরীর জেল রোডস্থ রিফাত
রেক্সিন নামের দোকানে চাকরি করেন। মঙ্গলবার রাতে কাজশেষে পটিয়ায় নিজের বাড়িতে যাওয়ার পথে নাছির ও তার বন্ধু আরমানের পথরোধ করে গ্রেফতারকৃতরা। এ সময় কিলঘুষি মেরে ও ভয়-ভীতি দেখিয়ে তাদের মোবাইল ফোন কেড়ে নেওয়ায় চেষ্টা করে তারা। তখন ঘটনাস্থলের কিছুটা সামনে থাকা নাছির ও আরমানের দুই বন্ধু
শাহজাহান ও সাইফুলসহ অন্য পথচারীরা এগিয়ে এসে তিনজনকে ধরে ফেলে। পরে খবর পেয়ে দ্রুত থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৩জনকে আটক করে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

শেয়ার করুন