আর্ত-মানবতার সেবায় বিত্তশালীদের এগিয়ে আসতে হবে : শাহাদাত

আর্ত-মানবতার সেবায় বিত্তশালীদের এগিয়ে আসতে হবে : শাহাদাত

চট্টগ্রাম : মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. শাহাদাত হোসেন বলেছেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল হচ্ছে সাধারণ মানুষের সেবার মূল ভরসাস্থল। হাসপাতাল থেকে সেবা নেওয়ার আশায় সাধারণ মানুষ ছুটে আসে। কিন্তুে যে রকম সেবা পাওয়ার কথা ঠিক সেরকম সেবা পাচ্ছে না। শত শত গরীব অসহায় রোগী সুচিকিৎসার অভাবে এবং আর্থিক সংকটের কারণে ভোগান্তির শিকার হচ্ছে। অনেক অসহায় দরিদ্র রোগী আর্থিক অনটনের কারণে ওষুধপত্র ও পথ্য কিনতে না পেরে অসহায় মানবেতর জীবন যাপন করছে। তাই আর্ত-মানবতার সেবায় হতদরিদ্রদের পাশে সমাজের বিত্তশালীদের এগিয়ে আসতে হবে।

শনিবার (৭ ডিসেম্বর) চমেক হাসপাতালে যমুনা টেলিভিশনের ক্যামেরা পারসন সাংবাদিক নাসির উদ্দিন নাসিরসহ এলাকার অন্যান্য রোগীদের দেখতে গেলে সাংবাদিকদের এসব কথা বলেন।

আরো পড়ুন : চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি সালাম, সম্পাদক আতাউর
আরো পড়ুন : স্টামফোর্ড ছাত্রী রুম্পার মৃত্যুর ঘটনায় বন্ধু আটক

চট্টগ্রাম মহানগর বিএনপি’র যুগ্ম সম্পাদক কাজী বেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, সদস্য মোঃ জাকির হোসেন, ওয়ার্ড বিএনপির সভাপতি মঞ্জুরুল আলম মঞ্জু, সাধারণ সম্পাদক হাসান ওসমান, বিএনপি নেতা খাইরুজ্জামান জুন, আক্তার হোসেন লেদু, মোহাম্মদ জসিম উদ্দিন, একে আজাদ, মোহাম্মদ ওসমান, মোহাম্মদ সালাউদ্দিন, অলি মিয়া, কানুন, মোহাম্মদ জসিম প্রমুখ উপস্থিত ছিলেন।

যমুনা টেলিভিশনের ক্যামেরা পারসন মোহাম্মদ নাসির উদ্দিন নাসিরের শয্যাপাশে মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন।

শেয়ার করুন