বন্ধ হচ্ছে উইন্ডোজ ফোনে হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপ

বর্তমানে নির্দিষ্ট কিছু উইন্ডোজ ফোনে চলছে ফেইসবুক মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ।। ৩১ ডিসেম্বর সব উইন্ডোজ ফোনেই বন্ধ হচ্ছে অ্যাপটি।খবর ব্রিটিশ ট্যাবলয়েড মিররের।

হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে বলা হয়, “চলতি মাসে অর্থাৎ ৩১ ডিসেম্বর, ২০১৯ এর পর আপনি কোনো উইন্ডোজ ফোনে এটি চালাতে পারবেন না এবং ২০২০ সালের ১ জুলাইয়ের পর হয়তো এটি মাইক্রোসফট স্টোরেও আর থাকবে না।”

শুধু উইন্ডোজ ফোনেই নয় সামনের মাসগুলোতে কিছু অ্যান্ড্রয়েড এবং আইফোনেও হোয়াটসঅ্যাপ সমর্থন বন্ধ করছে প্রতিষ্ঠানটি।

১ ফেব্রুয়ারি থেকে অ্যান্ড্রয়েড ২.৩.৭ এবং তার আগের সংস্করণে নতুন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করতে বা পুরানো অ্যাকাউন্ট নতুন করে যাচাই করতে পারবেন না গ্রাহক। একই ঘটনা ঘটবে আইওএস ৮ এবং তার আগের সংস্করণের আইফোনে।

উইন্ডোজ স্মার্টফোন ব্যবহারকারী যদি ৩১ ডিসেম্বর তার সব চ্যাটিং হারাতে না চান তবে তিনি সেগুলো সহজেই স্টোর করে রাখতে পারবেন।

যে চ্যাটিং হিস্ট্রি ডাউনলোড করতে চান সেটি বাছাই করে গ্রুপ ইনফো চাপতে বলা হয়েছে। মেনু থেকে ‘এক্সপোর্ট চ্যাট’ অপশন চেপে মিডিয়াসহ বা মিডিয়া ছাড়া চ্যাটিং হিস্ট্রি ডাউনলোড করা যাবে।

শেয়ার করুন