জামিনে মুক্ত হাবিব-উন-নবী খান সোহেল

বিএনপির যুগ্ম মহাসচিব সাবেক এই ছাত্র নেতা হাবিব-উন-নবী খান সোহেল মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার (২৩ মার্চ) রাত ৮টা ২০ মিনিটে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধাপক আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর রমনা থানায় করা নাশকতার এক মামলায় বুধবার (২২ মার্চ) সোহেলকে অন্তবর্তীকালীন জামিন দেয় হাইকোর্ট।

জামিনের একদিন পরেই আজ রাতে কারাগার থেকে মুক্তি পেলেন সাবেক এই ছাত্র নেতা।

গত বছরের ৯ অক্টোবর নাশকতার বিভিন্ন মামলায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন সোহেল। আদালত জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সেই থেকে কারাবাসে ছিলেন সোহেল।

শেয়ার করুন