সেতুর টোলে জালিয়াতির প্রতিবাদ করায় পরিবহন শ্রমিককে পিটিয়ে জখম

টোলবক্সে জালিয়াতির প্রতিবাদ করায় পরিবহন শ্রমিককে পিটিয়ে জখম

চট্টগ্রাম : কর্ণফুলী নদীর শাহ আমানত সেতুতে টোল আদায়ে নিয়ম দুর্নীতির প্রতিবাদ করায় আজিজুর রহমান নামের এক ট্রাক চালককে পিটিয়ে জখম করেছে টোল বক্সের লোকজন। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ৭শ টাকার টোল নিয়ে ওই ট্রাক চালককে ৩শ টাকার রশিদ দেয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে টোল বক্সের লোকজন ট্রাক চালক পিটিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয় লোকজন আহত ট্রাক চালককে পাশ্ববর্তী কলেজ বাজার ক্লিনিকে নিয়ে যায়। আহত ট্রাক চালক আজিজুর রহমান(৩০) কর্ণফুলী উপজেলার চরলক্ষ্য এলাকার মৃত লোকমানের পুত্র।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি জানতে পেরে স্থানীয় লোকজন জড়ো হয়ে প্রতিবাদ জানালে টোল আদায়ের কর্তৃপক্ষ জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

আরো পড়ুন : ব্যালট বক্স ছিনতাই করে নিতে পারে কিন্তু ইভিএমে সেই সুযোগটা নেই
আরো পড়ুন : ফোর্বসের প্রভাবশালী ১০০ নারীর তালিকায় শেখ হাসিনা

প্রত্যক্ষদর্শীরা আরো জানায়, চট্টগ্রাম শহর থেকে আসা এহসান স্টিলের একটি ট্রাক (চট্টমেট্টো-ট-১১-৪৬০১) শাহ আমানত সেতুর টোল বক্সে ৭শ টাকা টোল পরিশোধ করে। কিন্তু টোল বক্সের টোল সংগ্রহকারীরা ট্রাক চালককে ৩০০ টাকার স্লিপ দেন। টোল সংগ্রহকারীদের কাছে ট্রাক চালক স্লিপে টোলের পরিমাণ কম দেখানোর কারণ জানতে চাইলে দায়িত্বরত আনসার সদস্যরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। কথা কাটাকাটির এক পর্যায়ে চালককে গাড়ি থেকে নামিয়ে আনসার সদস্য আতিকুর রহমান ও জাহিদসহ ৩/৪ জন মিলে হাতে থাকা রাইফেলের বাট দিয়ে বেধড়ক মারধর করেন। এ সময় ট্রাক চালকের মাথা ফেটে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

আহত ট্রাক চালক আজিজুর রহমান বলেন, টোল ৭০০ টাকা পরিশোধ করলেও আমাকে ৩০০ টাকার স্লিপ দেওয়া হয়। এই স্লিপটি কোম্পানিকে দেখাতে ৭শ টাকার স্লিপ চাইলে তারা ক্ষিপ্ত হয়ে আমাকে রাইফেলের বাট দিয়ে এলোপাতাড়ি মারতে থাকে, রাইফেলের বাটের আঘাতে মাথা ও শরীরের বিভিন্ন অংশে মারাত্মক আঘাত পান বলে জানান।

এ বিষয়ে দায়িত্বরত আনসার সদস্য আতিকুর রহমান বলেন, গাড়িটি রাস্তায় থামিয়ে রাখে এক পাশে রাখতে বলা হলেও কথা না শুনায় মারধর করা হয়েছে। ৭শ টাকার জায়গায় ৩শ টাকা দেয়ার বিষয়টি যে টোল স্লিপ দিয়েছে বলে পরে জানতে পেরেছি।

কর্ণফুলী ব্রিজের টোলের দায়িত্ব থাকা ম্যানেজার অপুর্ব সাহা বলেন, ট্রাক চালক গাড়ি নিয়ে রাস্তায় টোল বক্সের পাশে স্লিপ টোকেন নেয়ার জন্য দাড়ান, এই সময় টোল সংগ্রহকারী রাস্তায় যানজট হওয়ার কারণে তাকে গাড়ি সাইড করে রাখার জন্য অনুরোধ করলে সে না যাওয়ায় আনসার সদস্যদের সাথে কথা কাটাকাটির জের ধরে মারধরের ঘটনা ঘটে। ৭শ টাকার স্লিপের পরিবর্তে ৩শ টাকার স্লিপ দেয়ার বিষয়টি ভুলবসত দেয়া হয়েছে বলে তিনি স্বীকার করেন। এই ঘটনায় জড়িত কালেক্টটার ও আনসারকে টোল বক্স থেকে অপসারণ করা হয়েছে বলে দাবি করেন। এ বিষয়ে কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন জানান, টোল আদায়কে কেন্দ্র করে একজন পরিবহন শ্রমিককে মারধর ও মাথা ফাটিয়ে দেয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলা করলে পুলিশ আইনগত ব্যবস্থা নিবেন বলে তিনি জানায়।

উল্লেখ্য শাহ আমানত সেতুর টোল আদায়ে একটি সিন্ডিকেট প্রতিদিন বিভিন্ন পরিবহনের চালকেরা অনেকে টোলের স্লিপ নেয় না, এবং টাকার অংক পরিবর্তন ও জাল জালিয়তি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে।

শেয়ার করুন