আন্দরকিল্লায় এপিক হেলথ কেয়ারের যাত্রা শুরু

আন্দরকিল্লায় এপিক হেলথ কেয়ারের যাত্রা শুরু

“বিশ্বমানের স্বাস্থ্য সেবা নিজ শহরে” স্লোগানে ২০১৫ সালে যাত্রা শুরু করা চট্টগ্রামের স্বনামধন্য ও আধুনিক ডায়াগনস্টিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এপিক হেলথ কেয়ারের ‘আন্দরকিল্লা শাখা’ আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে।

রোববার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান অতিথি ট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র আ জ ম নাছিরউদ্দিন এর শুভ উদ্বোধন করেন।

মেয়র বলেন, এপিককে আরো উদ্যোগী হয়ে গুনগত সেবার মান নগরবাসীর আরও দোরগোড়ায় পৌঁছানোর মাধ্যমে স্বাস্থ্য সেবার উন্নয়নে সক্রিয় ও কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

স্বাগত বক্তব্যে এপিক হেলথ কেয়ার এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এস এম আবু সুফিয়ান বলেন, এপিক খুব স্বল্প সময়েই অর্জন করেছে গুনগত স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণে নগরবাসীর আস্থা। নগরবাসীর এই আস্থা ও প্রত্যাশা পূরণে এপিক পরিবার বদ্ধপরিকর।

এপিক হেলথ কেয়ার আন্দরকিল্লা, জামালখান, রহমতগঞ্জ, এনায়েতবাজার, ঘাটফরহাদবেগ, টেরিবাজার, হাজারীগলিসহ এতদঞ্চলের জনসাধারণের স্বাস্থ্যসেবার চাহিদা পূরণে যুগান্তকারী ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।

অনুষ্ঠানের অন্যান্য বক্তারা এপিককে তার গুনগত মান ধরে রেখে উত্তরোত্তর উন্নতিতে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের জন্যে উদাত্ত আহ্বান জানান।

এপিক হেলথ কেয়ার এর চেয়ারম্যান প্রকৌশলী এস এম লোকমান কবিরের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিভিলসার্জন ডা: সেখ ফজলে রাব্বি, ডা: হাসান শাহরিয়ার কবীর, দৈনিক আজাদী ওয়াহিদ মালেক, প্রফেসর ডা: মুজিবুল হক খান, ডা: মো: ফয়সল ইকবাল চৌধুরী, ওয়ার্ড কাউন্সিলরগণ সহ এপিক হেলথ কেয়ারের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

এপিক আন্দরকিল্লা শাখায় সকল ধরণের প্যাথলজি, ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি, সম্পূর্ন ডিজিটাল এক্স-রে, ওপিজি, ডেন্টাল এক্সরে, আল্ট্রাসনোগ্রাফি, ইউরোফ্লোমেট্রি, স্পাইরোমেট্রি, হলটার, এবিপিএম, অডিওমেট্রি, টিমপেনোমেট্রিসহ প্রায় সকল প্রকার ডায়াগনস্টিক সুবিধা এবংবিশেষজ্ঞ চিকিৎসক পরামর্শ সেবা প্রদান করা হবে।

শেয়ার করুন