নগরজুড়ে মুক্তিযুদ্ধের বিজয় র‌্যালি নওফেলের নেতৃত্বে

নগরজুড়ে মুক্তিযুদ্ধের বিজয় র‌্যালি নওফেলের নেতৃত্বে

চট্টগ্রাম : প্রতি বছরের ন্যায় এবারও বিজয় র‌্যালি হয়েছে চট্টগ্রামে। শিক্ষা উপমন্ত্রী ও মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের চেয়ারম্যান ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের নেতৃত্বে বিজয় র‌্যালি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালির অগ্রভাগে জাতীয় পতাকা, বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী, জাতীয় চার নেতা ও এবিএম মহিউদ্দিন চৌধুরীর ছবি ছিল।

আরো পড়ুন : সাংসদ ফজলে করিমের পিতা রাজাকার ছিলেন?
আরো পড়ুন : মিরসরাইয়ে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন

র‌্যালিপূর্ব সমাবেশে শিক্ষা উপমন্ত্রী নওফেল বলেন, আমরা সুশৃঙ্খলভাবে র‌্যালি করবো। আজ আমরা জানান দেবো, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের রাজনীতি থেকে মুক্তিযুদ্ধবিরোধী সব অপশক্তিকে চিরবিদায় জানাবো। প্রতিবছর আমরা জানান দিয়ে যাবো, এ প্রজন্ম স্বাধীনতাবিরোধী রাজনৈতিক শক্তিকে পরিত্যাগ করেছে এবং করতে থাকবে।

সুসজ্জিত বাদক দল, শিল্প পুলিশ, রেলওয়ে পুলিশ, আনসার ব্যাটালিয়ন, আওয়ামী লীগ, শ্রমিক লীগ, যুবলীগ, ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল, শ্রমিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান র‌্যালিতে অংশ নেয়।

চট্টগ্রাম শিক্ষা বোর্ড, মেরিন একাডেমি, পদ্মা অয়েল কোম্পানি, সিডিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ক্যামব্রিয়ান কলেজ, সিএমপি স্কুল অ্যান্ড কলেজ, রেলওয়ে স্টেশন কলোনি উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম বন্দর কলেজ, হাজেরা তজু স্কুল অ্যান্ড কলেজ, বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরাম, স্বাধীনতা মেরিনার্স পরিষদ, ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট, বিএনসিসি র‌্যালিতে অংশ নেয়।

বিপিসি, ইস্টার্ন রিফাইনারি, বন্দর কর্তৃপক্ষ, চট্টগ্রাম ওয়াসা সুসজ্জিত গাড়িতে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নচিত্র প্রদর্শন করে র‌্যালিতে।

অংশ নেন বিজয় মেলা পরিষদের মহাসচিব মো. ইউনুস, নগর আওয়ামী লীগ নেতা আবদুচ ছালাম, আলতাফ হোসেন বাচ্চু প্রমুখ। নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এ র‌্যালি।

শেয়ার করুন