প্রধানমন্ত্রীর সামরিক সচিব জয়নুল আর নেই

মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন। ফাইল ফটো

ঢাকা: প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন (বীর বিক্রম) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। মৃত্যুকালে এই সেনা কর্মকর্তার বয়স হয়েছিল ৫৯ বছর।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেল ৫ টা ১৩ মিনিটে সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান এ তথ্য নিশ্চিত করেন।

আরো পড়ুন : পাকিস্তানের স্বৈরশাসক পারভেজ মোশাররফের মৃত্যুদণ্ড
আরো পড়ুন : রাজাকারের তালিকা প্রকাশ : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর দুঃখ প্রকাশ

মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীনের বড়ভাই ইসমাইল মানিক জানান, বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তার মরদেহ দেশে আনা হবে।

এদিকে সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীনের মৃত্যু গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেয়ার করুন