ওমেন চেম্বারে পেঁয়াজ ছাড়া রান্নার প্রতিযোগিতা

ওমেন চেম্বারের পেঁয়াজ ছাড়া রান্নার প্রতিযোগিতা

চট্টগ্রাম : পেঁয়াজ ছাড়া রান্না প্রতিযোগিতার আয়োজন করেছে নারী ব্যবসায়ীদের সংগঠন চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি।

শুক্রবার (২০ডিসেম্বর) ১৩ তম আন্তর্জাতিক মহিলা এসএমই বাণিজ্য মেলা বাংলাদেশ ২০১৯ প্রাঙ্গনে আয়োজিত ৩ দিনব্যাপী ‘খাদ্য উৎসব ও প্রতিযোগিতা ২০১৯’ এর দ্বিতীয় দিনে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

আরো পড়ুন : খাঁটি মধু চেনার ৮ উপায়
আরো পড়ুন : আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, সম্পাদক কাদের

প্রতিযোগিতার প্রধান বিচারক চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর প্রেসিডেন্ট ইনচার্জ ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবিদা মোস্তফা বলেন, সমস্যা জীবনেরই একটি অংশ। সমস্যা আসবেই। আর নিজেদেরকেই তার সমাধান করতে হবে। যেমন বর্তমানে পেঁয়াজের দাম বেড়েছে। আমরা পেঁয়াজ ছাড়া রান্নার আয়োজন করেছি, সফলও হয়েছি। এভাবেই আমরা সকল ক্ষেত্রে নিজেরাই নিজেদের সমস্যার সমাধান বের করব এবং দেশের বিভিন্ন সংকট দূর করতে ভূমিকা রাখব।

এই প্রতিযোগিতায় ২৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। আজ ইন্দোনেশিয়ার রান্নার উপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হবে।

শেয়ার করুন