সীতাকুণ্ডে ২০ ক্ষুদ্র নারী উদ্যোক্তা পেল সেলাই মেশিন

সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি দিদারুল আলম এমপি।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন-বিএনএফ সহযোগি সংস্থা (বেসরকারি সমাজ উন্নয়ন ও স্বেচ্ছাসেবী সংগঠন) বা এনজিও’র মাধ্যমে সমগ্র বাংলাদেশে তৃণমূল পর্যায়ে সমাজ উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। বাংলাদেশ ইতিমধ্যে নিম্ম মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। আমাদের সকলের প্রচেষ্ঠায় বাংলাদেশ এ উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত থাকবে এবং ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালে উন্নত বাংলাদেশ আমরা অর্জন করতে পারবো। বর্তমান সরকার সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে। স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা)’র উদ্যেগে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অঙ্গ প্রতিষ্ঠান বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ)’র সহযোগিতায় সীতাকুন্ড উপজেলায় বাস্তবায়িত ‘দক্ষতা বৃদ্ধির মাধ্যমে নারীর ক্ষমতায়ন’ প্রকল্প’ র ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন বিতরন অনুষ্ঠানে বক্তাগণ উপরোক্ত মতামত প্রদান করেন।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এইচআরডিসি’র বীর মুক্তিযোদ্ধা এ.কে.এম. মফিজুর রহমান মিলনায়তনের আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব দিদারুল আলম এমপি ।

আরো পড়ুন : মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত রাউজানে
আরো পড়ুন : খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে বিএনপি তথ্যসন্ত্রাস করছে : তথ্যমন্ত্রী

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুন্ড উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়, সীতাকুন্ড উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ মাহাবুবুল হক, সীতাকুন্ড উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস জয়নব বেবী জুলি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিসেস নাজমুন নাহার, উপজেলা যুব উন্নযন কর্মকর্তা জনাব শাহ আলম, উপজেলা শিক্ষা অফিসার মো নুরুচছপা, ৪ নং মুরাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জাহেদ হোসেন নিজামী বাবু, ইপসা’র পরিচালক (অর্থনৈতিক উন্নয়ন)  মনজুর মোরশেদ চৌধুরী, সীতাকুন্ড প্রেস ক্লাব’র সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সীতাকুন্ড প্রেস ক্লাব’র সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী প্রমুখ।

ইপসা’র পরিচালক (অর্থ) পলাশ চৌধুরী’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইপসা’র প্রধান নির্বাহী মোঃ আরিফুর রহমান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইপসা’র সহকারি পরিচালক ও হেড অব রোহিঙ্গা রেসপন্স প্রোগ্রাম মোহাম্মদ শহিদুল ইসলাম। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ২০ জন ক্ষুদ্র নারী উদ্যোক্তা সেলাই মেশিন প্রদান করা হয়।

গত তিন বছর যাবত ইপসা বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় সীতাকুন্ড উপজেলায় এ কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। এখানে উল্লেখ্য যে, ইপসা’র প্রধান নির্বাহী  মোঃ আরিফুর রহমান বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন-বিএনএফ’র সাধারণ পরিষদ (General Body)‘র সদস্য।