
চট্টগ্রাম : কালুঘাট সেতু বোয়ালখালীবাসীর দু:খ। নির্বাচন আসলেই নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য কালুরঘাট সেতুকে সবাই ব্যবহার করে। আওয়ামীলীগ ১১ বছর ক্ষমতায় আছে কিন্তু তারা এ সেতু বাস্তবায়ন করতে পারেনি। আগামী ১ বছরে পারবে, তার কোন নিশ্চয়তা নেই। আওয়ামীলীগ প্রার্থী বোয়ালখালীবাসীর প্রাণের দাবী কালুরঘাট সেতু করবেন বলে মিথ্যা প্রচারণা চালাচ্ছেন। ভোটের জন্য তারা মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন। কালুরঘাটে দুইটি সেতু হবে বলে বোয়ালখালীবাসীর সাথে প্রতারণা করছেন। এটা নির্বাচনী বৈতরণী পার হওয়ার অপকৌশল।
শনিবার (২৮ ডিসেম্বর) বিকালে ধানের শীষের পক্ষে গণসংযোগকালে এসব কথা বলেন বিএনপি প্রার্থী আবু সুফিয়ান।
আরো পড়ুন : সাংবাদিক হাউজিং সোসাইটির ফ্ল্যাট নির্মাণ প্রকল্পের উদ্বোধন
আরো পড়ুন : চট্টগ্রাম রেলস্টেশনে ১১ টিকিটসহ কালোবাজারি গ্রেফতার
তিনি বলেন, নির্বাচন আসলেই তারা সেতু করবেন বলে মায়াকান্না করে। আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হতে পারি তাহলে আমার প্রথম এবং প্রধান কাজ হবে কালুরঘাটে রেল সেতুর পাশাপাশি সড়ক সেতু বাস্তবায়ন করা। বোয়ালখালীকে একটি সুন্দর উপ শহর হিসেবে গড়ে তোলা।
এর আগে পেতন শাহ আউলিয়ার মাজার জেয়ারতের মাধ্যমে গণসংযোগ শুরু করে ফুলতলী, বহদ্দারপাড়া, উপজেলা সদর, রেলগেইট হয়ে বুড়িপুকুর পাড়ে পথসভায় বক্তব্য রাখেন। তিনি এলাকার পাড়া-মহল্লার ঘরে ঘরে গিয়ে ধানের শীষ প্রতীকে
ভোট প্রার্থনা করেন। এসময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, দলীয় নেতাকর্মী ও হাজার হাজার সর্বস্তরের জনসাধারণ নেতৃবৃন্দের সাথে ধানের শীষের গণসংযোগে অংশ নেন। নেতাকর্মীরা এলাকার সাধারণ জনগণের মাঝে ধানের শীষে ভোট চেয়ে প্রচারপত্র বিলি করেন। দলীয় প্রতীক ধানের শীষে ভোট দেয়ার আহবান জানান।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলী আব্বাস, সদস্য সচিব মোস্তাক আহমদ খান, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক ইসকান্দর মীর্জা, ইয়াছিন চৌধুরী লিটন, আনোয়ার হোসেন লিপু, দক্ষিণ জেলা
বিএনপির সদস্য অধ্যাপক শেখ মহিউদ্দিন, ইদ্রিস মিয়া চেয়ারম্যান, বোয়ালখালীর পৌর মেয়র হাজী আবুল কালাম আবু, বিএনপি নেতা শিহাব উদ্দিন মুবিন, হামিদুল হক মান্নান চেয়ারম্যান, মো. ইসাহাক চৌধুরী, মনজুর উদ্দিন চৌধুরী, বদরুল খায়ের চৌধুরী, সিরাজুল ইসলাম, জিয়াউদ্দিন আশফাক, নবাব মিয়া, নুরুন্নবী চৌধুরী, সৈয়দ মো. সাইফুদ্দিন, আক্কাছ খান, শেখ মনির উদ্দিন, ইউসুফ চৗধুরী, ডা. মহসিন খান তরুন, আবদুল মান্নান, আনোয়ার হোসেন চৌধুরী, মেহেদী হাসান সুজন, কামাল উদ্দিন, আইয়ুব খান, শাহেদা বেগম শেপু, আফরোজা বেগম জলি, গোলাম হোসেন নান্নু, মহসিন খোকন, আবুল বশর, মীর ইলিয়াছ, এম কফিল উদ্দিন, মতিউর রহমান রাসেল, ইব্রাহিম চৌধুরী মানিক, এনামুল হক সজীব প্রমুখ।