ভোলায় ‘জ্বিনের বাদশা’ আটক

ভোলা : বোরহানউদ্দিন উপজেলায় ‘জ্বিনের বাদশা’ খ্যাত মো. বেল্লাল কোট নামে একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৪ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার কুঞ্জেরহাট বাজার থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, বেল্লাল দীর্ঘদিন ধরে কুঞ্জেরহাট এলাকায় বসে জ্বিনের বাদশা সেজে মানুষের সাথে প্রতারণা করে আসছে। গোপন সংবাদে শুক্রবার রাতে কুঞ্জেরহাট বাজার থেকে তাকে আটক করা হয়।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অসীম সিকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক বেল্লালের নামে একটি মামলার প্রস্তুতি চলছে। মাদক ও জ্বিন প্রতারণার সাথে যুক্তদের গ্রেপ্তারে তাদের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি।

শেয়ার করুন