মানবিক পরিচ্ছন্ন ঢাকা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন নৌকার প্রার্থী আতিকুল

সবার কাছে দোয়া ও ভোট চেয়ে ভোটারদের প্রত্যাশা অনুযায়ী মানবিক, পরিচ্ছন্ন ও সচল ঢাকা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন ঢাকা উত্তরের নৌকার মেয়র প্রার্থী আতিকুল ইসলাম।

সবার কাছে দোয়া ও ভোট চেয়ে ভোটারদের প্রত্যাশা অনুযায়ী মানবিক, পরিচ্ছন্ন ও সচল ঢাকা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন ঢাকা উত্তরের নৌকার মেয়র প্রার্থী আতিকুল ইসলাম।

প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিক প্রচারণায় নামেন আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম । উত্তরার ৪ নম্বর সেক্টরের ৮ নম্বর রোডে কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের সঙ্গে কথা বলেন নৌকার প্রার্থী আতিকুল ইসলাম। এ সময় নৌকার লিফলেটও বিতরণ করেন আতিক।

এরপর উত্তরার বাংলাদেশ ক্লাবের নির্বাচনী কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। সন্ধ্যা ৬টায় মনিপুর বয়েজ স্কুলে আলেম-ওলামা, শিক্ষক প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।

আরো পড়ুন : প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন ১৭২ শিক্ষার্থী
আরো পড়ুন : পরিবেশ রক্ষায় সরকারি সংস্থাগুলোর আরো যত্নবান হওয়া প্রয়োজন : তথ্যমন্ত্রী

প্রচারণার দ্বিতীয় দিন আজ শনিবার সকাল সাড়ে ৯টায় ধানমন্ডি-৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা ও সাড়ে ১০টায় বনানী কবরস্থানে বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের কবরেও শ্রদ্ধা জানাবেন।

১২টায় মিরপুর শাহ আলী মাজারে এক দোয়া মাহফিলে অংশ নেবেন ও গণসংযোগ করবেন। বিকেল ৩টায় ডিএনসিসির ৭, ৮ ও ১২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগে অংশ নেবেন। রাত ৮টায় বনানীতে তার নির্বাচনী কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর তাঁতী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন আতিক।

এর আগে উত্তরের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নৌকার প্রার্থী আতিকুল ইসলামের পক্ষে প্রতীক বুঝে নেন তার প্রতিনিধি তৌফিক জাহিদুর রহমান। তিনি বলেন, আমাদের নির্বাচনী কার্যক্রম শুরু হয়েছে। যেহেতু তিনি ক্ষমতাসীন দলের প্রার্থী, তাই আমাদের নির্বাচনী আচরণবিধি খুব কঠোরভাবে মেনে চলতে হবে।

এ সময় উত্তরের রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম বলেন, ভোটের যুদ্ধ এখন মাঠে। এই মাঠকে কোনোক্রমেই আমরা ঘোলাটে করতে দেব না। নির্বাচন যেন ‘উৎসব’ হতে পারে, সেই চেষ্টা থাকবে। এটাকে কোনোক্রমেই সংঘর্ষে রূপ নিতে দেব না। মলিন হতে দেব না।

প্রসঙ্গত, আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ভোট অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। উত্তরে ভোটের লড়াইয়ে রয়েছেন সাধারণ ওয়ার্ড কাউন্সিলরের ৫৪টি পদে ২৫১ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলরের ১৮টি পদে ৭৭ জন। ঢাকা উত্তর সিটি করপোরেশনে ভোটার আছেন ৩০ লাখ ৩৫ হাজার ৬২১ জন।

শেয়ার করুন