আওয়ামীলীগ খেঁটে খাওয়া মানুষের খবর রাখে: তথ্যমন্ত্রী

বক্তব্য রাখছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি

বান্দরবান: আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন খেঁটে খাওয়া মানুষের খবর রাখে। আওয়ামী লীগ দরিদ্র মেহনতি মানুষের কথা বলে, তাদের জন্য কাজ করে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে বাংলাদেশের দারিদ্রতা কমে গেছে। মানুষের মাথাপিছু আয় বেড়েছে।

শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বান্দরবান জেলা আওয়ামী লীগের আয়োজনে জেলা শহরের বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে অসহায় দুস্থ শীতার্তদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি এসব কথা বলেন।

আরো পড়ুন: খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ নেতা নিহত

আরো পড়ুন: খাগড়াছড়িতে জোন কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

অনুষ্ঠানে তথ্যমন্ত্র্রী ড. হাছান মাহমুদ এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কক্সবাজার ৩ (সদর রামু) আসনের এমপি সাইমুম সরওয়ার কমল, বান্দরবান আওয়ামী লীগের সভাপতি ক্যশৈহ্লা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবীসহ দলীয় নেতকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় তথ্যমন্ত্রী জেলা সদরের গরীব অসহায় ৫০০ পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন।