সরাইপাড়া ওয়ার্ড আওয়ামীলীগের গণহত্যা দিবস পালিত

গণহত্যা দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখছেন অধ্যক্ষ মো: আসলাম হোসেন। ছবি নয়াবাংলা

চট্টগ্রাম : গণহত্যা দিবস উপলক্ষে ১২নং সরাইপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে এক সমাবেশ সংগঠনের প্রাণহরী দাশ ওয়ার্ডস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

শনিবার (২৫ মার্চ) সকাল ১০ টায় সংগঠনের সভাপতি অধ্যক্ষ মো: আসলাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি মো: নুরুন্নবী, আবদুল হালিম মেম্বার, মো: এসকান্দর, মো: রফিক মিয়া, আওয়ামীলীগ নেতা এ.বি.এম লুৎফুল হক খুশী, মো: সফিউর রহমান, মো: শওকত আলী, মো: হোসেন মান্না, মো: নুর হোসেন, সেলিম সেকান্দর, মো: আবদুল হান্নান কাজল, যুবলীগ নেতা আরমান উল্লাহ লিঠু, নুরুল আজিম বাবু, মো: হায়দার, মো: আলমগীর, আওয়ামী শিল্পগোষ্ঠীর সভাপতি মো: আলমগীর, সাধারণ সম্পাদক মাসুম বাদশা, স্বেচ্ছাসেবক লীগ নেতা মামুন বাদশা, মো: লোকমান, মো: শাহজাহান, ছাত্রলীগ নেতা এরশাদ উল্লাহ সুমন, ওয়াসিম হোসেন, নাঈমুদ্দীন সজীব প্রমুখ।

বক্তারা বলেন, ১৯৭১ এর ২৫ মার্চ গণহত্যা বাঙালি জাতির ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায়। ১৬ ডিসেম্বরে বিজয় অর্জনের মাধ্যমে বাঙালি জাতি পাকিস্তানি সেনাবাহিনীকে এদেশ থেকে বিতাড়িত করে।

পরে গণহত্যায় শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

শেয়ার করুন