পার্বত্য গণপরিষদ ও বাঙ্গালী ছাত্র ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির ২০ দফা দাবীতে সংবাদ সম্মেলন

রাঙ্গামাটিতে শনিবার (২৫ মার্চ) ডিপ্লোমা ক্লাব, কাঠাঁলতলীতে পার্বত্য গণপরিষদ ও বাঙ্গালী ছাত্র ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটি এর ২০ দফা দাবীতে সংবাদ সম্মেলন আয়োজন করেন। এতে লিখিত বক্তব্য পাঠ করেন পার্বত্য গণপরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট পারভেজ তালুকদার ।

পার্বত্য বাঙ্গালী ছাত্র ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটি এর ২০ দফা দাবী গুলো হল।
১। রাজাকার চাকমারাজা ত্রিদিব রায়ের নামে করা সকল স্থাপনার নাম পরিবর্তন করতে হবে। যেমন ত্রিদিবনগর, বলপিয়া আদম ত্রিদিবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ত্রিদিব নগরের নাম পরিবর্তন করে পার্বত্য চট্টগ্রামে শহীদ লেঃ মুশফিক এবং বীরউত্তম এর নামে শহীদ লেঃ মুশফিক বীরউত্তম নগর করা হোক ।
২। রাজাকার চাকমারাজ ত্রিদিব রায়ের সকল সম্পত্তি বাজেয়াপ্ত করে সরকারি নিয়ন্ত্রণ নিতে হবে।
৩। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব মোহসিনা ইয়াছমিন স্বাক্ষরিত ০৩/১০/২০০১ইং তারিখের আদেশমূলে ভূমি বন্দোবস্তী প্রদান কার্যক্রম বন্ধের আদেশ প্রত্যাহার করে পার্বত্য ভূমি বন্দোবস্তী চালু করতে হবে।
৪। পররাষ্ট্র বিষয়ক মন্ত্রনালয়ের ২৪শে জুলাই ২০১১ সালের আন্তঃমন্ত্রনালয় সভার সিদ্বান্ত বাস্তবায়ন করে আদিবাসী শব্দের বিরুদ্ধে ব্যাপক প্রচার প্রচারনা ও আদিবাসী শব্দ ব্যবহার বন্ধে তিন পার্বত্য জেলা প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে।
৫। দেশের সকল প্রচলিত আইন পার্বত্য চট্টগ্রামে চালু করতে হবে।
৬। হিলটেক্ট ম্যানুয়েল ১৯০০ আইন বাতিল করে প্রণীত পার্বত্য জেলা পরিষদ আইন ১৯৮৯ প্রচলনের গেজেট প্রকাশ করতে হবে।
৭। দেশের সকল বিশ্ববিদ্যালয়ে পার্বত্য বাঙ্গালী ছাত্রছাত্রীদের জন্য কোটার ব্যবস্থা চালু করতে হবে।
৮। পার্বত্য বাঙ্গালীদের জনসংখ্যা অনুপাতে তিন পার্বত্য জেলায় সকল নিয়োগে নিয়োগ দিতে হবে ।
৯ । পার্বত্য বাঙ্গালীদের সকল ট্যাক্স ভ্যাট মওকুফ করতে হবে ।
১০। পার্বত্য বাঙ্গালীদের বন্দোবস্তীকৃত ভূমির দখল প্রদানসহ সকল অধিকার তাদের ফিরিয়ে দিতে হবে ।
১১ । পার্বত্য বাঙ্গালীদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে যেমন বাঘাইহাট হত্যা মামলা ।
১২। পার্বত্য চট্টগ্রামে সংসদীয় আসন ৭ টিতে বৃদ্ধি করতে হবে।
১৩। উন্নয়ন বোর্ডে বাঙ্গালী চেয়ারম্যান নিয়োগ দিতে হবে।
১৪। ভূমি কমিশনে বাঙ্গালী ৩ জন প্রতিনিধি নিয়োগ দিতে হবে।
১৫। উপজাতীয় বিচ্ছিন্নতাবাদী কর্তৃক সংঘঠিত পাকুয়াখালী, ভূষণছড়া সহ সকল মানবতাবিরোধী হত্যাকান্ড ও অপকর্মের বিচার করতে হবে।
১৬। সন্ত্রাস চাঁদাবাজি বন্ধ করে তিন পার্বত্য জেলায় অবৈধ অস্ত্র উদ্ধারে সেনাবাহিনীর নেতৃত্বে অভিযান চালাতে হবে।
১৭। তিন পার্বত্য জেলার সীমান্তে কাঁটা তারের বেড়া দিয়ে সীমান্ত ঘেঁষে সীমান্ত সড়ক নির্মাণ করতে হবে।
১৮। দ্রুত রাঙ্গামাটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ ক্যাম্পাস নির্মাণ করতে হবে এবং উক্ত বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট সংখ্যা বাড়াতে হবে।
১৯। পার্বত্য চট্টগ্রামকে পর্যটন শিল্প এলাকা ঘোষণা করে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে সকল উন্নয়ন কর্মকান্ড এবং পার্বত্য চট্টগ্রামের যে কোন স্থানে পর্যটকদের অবাধ বিচরনে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
২০। রাঙ্গামাটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ আন্দোলনে উপজাতীয় সন্ত্রাসী কর্তৃক নিহত পার্বত্য বাঙ্গালী ছাত্র ঐক্য পরিষদের নেতা নানিয়ারচরের শহীদ মনির হত্যার বিচার করতে হবে। শহীদ মনিরের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরন দিতে হবে। শহীদ মনিরের নামে রাঙ্গামাটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি হলের নামকরণ করতে হবে।

এই বিশ দফা দাবি আগামী দুই মাসের মধ্যে বাস্তবায়ন না করলে পার্বত্য গণপরিষদ ও পার্বত্য বাঙ্গালী ছাত্র ঐক্য পরিষদ পার্বত্য জনগণকে সাথে নিয়ে হরতাল অবরোধ সহ কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে। ৩নং দাবীর বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করা হলে পারভেজ তালুকদার জানান,তিন পাবর্ত্য জেলায় আমরা ১০১ জন আইনজীবি ঐক্যমত হয়েছে এবং রিট পিটিশন প্রক্রিয়া চূড়ান্ত প্রায় ।

সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন পার্বত্য গণপরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট পারভেজ তালুকদার, নারী নেত্রী ও নাগরিক পরিষদ সভানেত্রী বেগম নূরজাহান, পার্বত্য গণপরিষদ কেন্দ্রীয় সহ-সভাপতি মো: মিজানুর রহমান, পার্বত্য গণপরিষদ কেন্দ্রীয় ভূমি বিষয়ক সম্পাদক পুনর্বাসিত বাঙ্গালি নেতা মো: বশির লিডার, পার্বত্য গণপরিষদ কেন্দ্রীয় নেতা মো: ইব্রাহিম, মো: মনসুর আলম, পার্বত্য গণপরিষদ জেলা সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নুরুল হক, পার্বত্য গণপরিষদ জেলা সহ-সভাপতি মাওলানা সামসুল আলম ও ছাত্রনেতা নিক্সন তালুকদার প্রমুখ।

শেয়ার করুন