অভিযানের মাঝেই আত্মঘাতী বোমা বিস্ফোরণ

জঙ্গি আস্তানায় যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে

সিলেট: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ির জঙ্গি আস্তানায় অভিযান চলাকালেই বাইরের রাস্তায় আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটিয়েছে জঙ্গিরা। এতে আহত ৮ জনের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৫ জনকে নেওয়া হয়েছে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে।

শিববাড়ির ‘আতিয়া মহল’ নামক বাড়ির জঙ্গি আস্তানায় শনিবার (২৫ মার্চ) সকাল থেকে অভিযান চালাচ্ছে সেনাবাহিনীর প্যারা কমান্ডো ও পুলিশের সোয়াট সদস্যদের সমন্বয়ে যৌথ বাহিনী।

সন্ধ্যায় আতিয়া মহলের অদূরে অন্য একটি বাড়িতে সাংবাদিকদের ব্রিফ করেন যৌথ বাহিনীর কর্মকর্তারা। এরপর সাংবাদিকসহ অন্যরা বের হয়ে সামনে এগোনোর সময় জঙ্গিদের আত্মঘাতী বোমা হামলার খবর আসে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আতিয়া মহল থেকে ৩০০ গজ উত্তরে জঙ্গিদের অন্য একটি দল এ আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটায়।

এদিকে জঙ্গি আস্তানায় অভিযান চালানো সেনাবাহিনীর প্যারা কমান্ডো ও পুলিশের সোয়াট সদস্যরা এখনো আতিয়া মহলের ভেতর থেকে বের হয়ে আসেননি। শনিবার সকাল ৮টা ২৮ মিনিটে লে. কর্নেল ইমরুল কায়েসের নেতৃত্বে ‘অপারেশন টোয়ালাইট’ নামের অভিযানটি শুরু হয়েছে।

ব্রিফিংয়ে সেনা কর্মকর্তারা জানান, ৭৮ জন বেসামরিক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। তারা ভালো আছেন, সুস্থ আছেন।

শেয়ার করুন