
চট্টগ্রাম : নগরীর ফিরিঙ্গী বাজার এলাকায় অভিযান চালিয়ে ৭শ পিচ ইয়াবা বড়িসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। আটক আশিকুল ইসলাম প্রঃ আশিক (২০) কক্সবাজার জেলার বরইতলী ইউনিয়নের মোস্তাক আহমদের ছেলে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে অভিয়ান চালিয়ে তাকে আটক করা হয়।
আরো পড়ুন : টিসিবির ডিলার আছে মিরসরাইয়ে খোলাবাজারে পেঁয়াজ নেই!
আরো পড়ুন : অস্ত্র ও কার্তুজসহ আধা ডজন মামলার আসামী গ্রেফতার চট্টগ্রামে
তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে কোতোয়ালী থানা পুলিশ।