‘রক্তের ফেরিওয়ালারা কখনও অপরাধে জড়াতে পারে না’

.

চট্টগ্রাম : যারা রক্ত দেয় তারা কখনো নেশা এবং মাদকে যুক্ত হতে পারে না। রক্তের ফেরিওয়ালারা কখনও অপরাধে জড়াতে পারে না।

শনিবার (১৮ জানুয়ারি) বিকালে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন হলরুমে মানবতা, সেচ্ছাসেবী সংগঠন মানবতার আহবান ফাউন্ডেশনের ২য় বর্ষপূর্তি অনুষ্ঠানে বক্তারা এইসব কথা বলেন।

আরো পড়ুন : চাকরির সুযোগ নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানিতে
আরো পড়ুন : প্রতারক রাসেল গ্রেপ্তার চট্টগ্রামে নগদ টাকা উদ্ধার

অনুষ্ঠানে বক্তারা বলেন, মানবতার আহবান ফাউন্ডেশ রক্তের ফেরিওয়ালা, সেচ্ছাসেবী হয়ে কাজ করছে। যে সেবা দিয়ে যাচ্ছে তা অত্যন্ত প্রশংসনীয়। রক্তদান এমন একটা সম্পর্ক যা দিয়ে সম্প্রীতি বজায় রাখা সম্ভব। এসময় থ্যালাসেমিয়া, বাল্য বিবাহ প্রতিরোধের উপর জোর দেয়ার কথাও বলেন।

মানবতার আহবান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ নাছির উদ্দিন ও এস. এম. সাইদুর রহমান নাবিলের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা এডভোকেট সাইফুদ্দিন আহম্মেদ সিদ্দিকী সোহেল। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি এডভোকেট. এ. এস.এম বদরুল আনোয়ার, উদ্বোধক ছিলেন আইন কন্ঠ লিগ্যান এইড কমিটির চেয়ারম্যান এড.ফয়েজুর রহমান চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন ভুজপুর শান্তিরহাট বাজার পরিচালনা পরিষদের সভাপতি মাস্টার সেলিম উদ্দিন, গণডাক ক্রাইম ডটকমের সম্পাদক এইচ.এম. সাইফুদ্দীন, লায়ন আনোয়ারুল আজিম, মোঃ ইব্রাহীম বক্কর চৌধুরী, এতে আরো বক্তব্য রাখেন, সংগঠনের যুগ্ম সম্পাদক, মোঃ আফজান চৌং, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, মোঃ শাহেদুল আলম চৌধুরী, কাজী ফারহান, অপু, হেফাজ, নাহেল, শাহাদাত, জয়ন্ত বড়ুয়া, লায়ন শাহাজাহান, মন্জু, নেজাম ই-দ্বীন,
তাজলিমা, রুমি, নিয়াজ, সোহান, ওমর, মাসুদ হাসান, হৃদয়, সুপা, এন.সি নাঈম, সবুজ প্রমূখ।

শেয়ার করুন