পাহাড়তলী থানায় ওপেন হাউজ ডে

বন্দরনগরী চট্টগ্রামের পাহাড়তলী থানায় ওপেন হাউজ ডে তে মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, বাল্য বিবাহ সহ বিভিন্ন বিষয়ে জন সচেতনতামূলক কার্যক্রম গতকাল সোমবার (২০ জানুয়ারি) নগরীর পাহাড়তলী থানায় সম্পন্ন হয়।

চট্টগ্রাম : বন্দর নগরী চট্টগ্রামের পাহাড়তলী থানায় ওপেন হাউজ ডেতে মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, বাল্য বিবাহসহ বিভিন্ন বিষয়ে জন সচেতনতামূলক কার্যক্রম সোমবার (২০ জানুয়ারি) সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত সিএমপি কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) শ্যামল কুমার নাথ। এ ছাড়াও উপস্থিত ছিলেন সিএমপি উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) (পিপিএম সেবা) মো. ফারুক উল হক, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) মো. কামরুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (পাহাড়তলী ও ডবলমুরিং জোন) শ্রীমা চাকমা, পাহাড়তলী থানা অফিসার ইনচার্জ মো. মঈনুর রহমান, পাহাড়তলী থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল হক, পাহাড়তলী থানা অপারেশন অফিসার রানা প্রতাপ বনিক সহ থানা কমিউনিটি পুলিশ ও বিট পুলিশের সদস্যবৃন্দ এবং স্থানীয় জন সাধারণ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন : সহকারী জজ পদে নিয়োগ পেলেন নাইক্ষ্যংছড়ির আফসানা
আরো পড়ুন : একুশে গ্রন্থমেলা অনুষ্ঠিত হবে ২ ফেব্রুয়ারি

ওপেন হাউজ ডে’র প্রধান অতিথি শ্যামল কুমার নাথ, অতিরিক্ত পুলিশ পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) সাধারণ ডায়রী ও অভিযোগ সংক্রান্তে বাদী/বাদীনির কাছে অভিযোগের বিষয়ে শুনিয়া তাৎক্ষণি সমাধানের জন্য তদন্তকারী অফিসারদেরকে নির্দেশ প্রদান করেন।

এছাড়াও উর্ধ্বতন অফিসারবৃন্দ জনসাধারণের বক্তব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন মর্মে আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানে উর্ধ্বতন অফিসার কর্তৃক উক্ত অনুষ্ঠানে মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, বাল্য বিবাহ সহ বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক বক্তব্য প্রদান করা হয়।

শেয়ার করুন