ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিজের বুকে গুলি চালিয়ে দিলেন তিনি

পুলিশের সদস্য আবদুল কুদ্দুস

ঢাকা : নিজের নামে ইস্যু করা অস্ত্র দিয়ে নিজের বুকেই গুলি চালিয়ে দিলেন তিনি। এরপর ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পরলেন ঢাকার কাফরুল থানা পুলিশের সদস্য আবদুল কুদ্দুস (৩১)। তিনি কাফরুল থানায় নায়েক পদে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ভোর ৫টার দিকে রাজধানীর মিরপুর-১৪ পুলিশ লাইন মাঠে এ ঘটনা ঘটে।

আরো পড়ুন : বিএনপি নেতা আমীর খসরু সাহেব মিথ্যা ভাষণ দিয়েছেন : তথ্যমন্ত্রী
আরো পড়ুন : ই-পাসপোর্ট যুগে বাংলাদেশ

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামানজানান, কুদ্দুস মিরপুর পুলিশ লাইনে ব্যারাকে থাকতেন। তার পদবি ছিল নায়েক। মৃত্যুর আগে তিনি ফেসবুকে একটা স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে তিনি বলেছেন, তার মৃত্যুর জন্য কেউ দায়ি নয়। ধারণা করা হচ্ছে, তিনি নিজেই পোস্টটি দিয়েছিলেন এবং এর ফলশ্রুতিতেই আত্মহত্যা করেন। এ বিষয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা চলছে বলেও জানান ওই কর্মকর্তা।

কুদ্দুসের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন