১০ গুণীকে স্বাধীনতা স্মারক সম্মাননা পদক দেবে চসিক

চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ১০ বরেণ্য ব্যক্তিকে স্বাধীনতা স্মারক সম্মাননা পদকে ভূষিত করা হবে।

রোববার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিকেল চারটায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে স্বাধীনতা স্মারক সম্মাননা পদক তুলে দেবেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।

২০১৭ সালে স্বাধীনতা স্মারক সম্মাননা স্মারকে ভূষিত হবেন মুক্তিযুদ্ধে মোখতার আহমদ (মরণোত্তর), স্বাধীনতা আন্দোলনে ভূপতি ভূষণ চৌধুরী (মানিক চৌধুরী মরণোত্তর), সাংবাদিকতায় আতাউল হাকিম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া (মরণোত্তর), চিকিৎসায় ডা. ফজলুল আমীন (মরণোত্তর), শিশু চিকিৎসায় ড. প্রণব কুমার চৌধুরী, নারী আন্দোলনে বেগম রুনু সিদ্দিকী (মরণোত্তর), সমাজসেবায় সাফিয়া গাজী রহমান, শিক্ষায় বেগম হাসিনা জাকারিয়া ও ক্রীড়ায় মোজাম্মেল হক।

শেয়ার করুন