ভয়াবহ আগুনে বস্তি পুড়ে ছাই চট্টগ্রামে, ব্যাপক ক্ষতি

চট্টগ্রামে ১৫০ শতাধিক বসত পুড়ে ছাই

চট্টগ্রাম : ভয়াবহ আগুনে পোড়া চট্টগ্রামের বস্তিতে নিখোঁজদের সন্ধানে স্বজনের আহাজারী ভারি হয়ে উঠছে পরিবেশ। নগরীর পাঁচলাইশ থানার মির্জাপুল এলাকায় ডেকোরেশন গলির একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় অন্তত শতাধিক বসতঘর পুরে গেছে। এসময় স্থানীয় ভয়ে দিগ্বিদ্বিগি ছুটোছুটি করতে দেখা যায়। ফায়ার সার্ভিসের ৫ ইউনিটের অন্তত ১৪টি গাড়ি আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তবে আশপাশে কোন কুপুর কিংবা জলাশয় না থাকায় পানি সংকটে পরে ফায়ার সার্ভিস কর্মীরা। এছাড়াও বস্তিজুড়ে সরু গলির কারণে ফায়ার সার্ভিস কর্মীদের গাড়ী বস্তিতে ঢুকতে বেগ পেতে হয়েছে। তবে একটি রিজার্ভ ট্যাঙ্ক থেকে পানি ছিটিয়ে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা করছে ফায়ার সার্ভিস কর্মীরা।

আরো পড়ুন : ই-পাসপোর্ট যুগে বাংলাদেশ
আরো পড়ুন : ক্যান্সার আক্রান্ত আলী আক্কাসের পাশে দাঁড়িয়েছে বিএসএফ চট্টগ্রাম

শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় আগুনের সূত্রপাত ঘটে। আগুন লাগার সূত্রপাত সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোন তথ্য পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার আব্দুল মান্নান জানান, বস্তিতে প্রায় ৩০০টি পরিবার বসবাস করছে বলে জেনেছি। এর মধ্যে প্রায় অর্ধেকের বেশি ঘর পুড়ে গেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে।
বস্তিবাসীদের বরাদ দিয়ে ওই ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান, কয়েকজন শিশু নিখোঁজ থাকার কথাও জানিয়েছেন বস্তিবাসী।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক জসিমউদ্দীন বলেন, সকার ১১টার দিকে খবর পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিটের ১৪টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। আশেপাশে তেমন পুকুর নেই। একটি রিজার্ভ ট্যাঙ্ক থেকে পানি সংগ্রহ করে কার্যক্রম চালাচ্ছি। কিভাবে আগুন লেগেছে তা এখনো জানা জায়নি। সরু গলির কারণে আগুন নেভাতে প্রচুর বেগ পেতে হচ্ছে। বস্তির আশে পাশে কোন পুকুর নেই। পানি সংকটের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে ফায়ার সার্ভিস।

শেয়ার করুন