জঙ্গি হামলায় ওসিসহ ৪জন নিহত, আহত অর্ধশত

সিলেটে রুদ্ধশ্বাস কমান্ডো অভিযান চলছে গুলি-বোমায় প্রকম্পিত এলাকা, আহত অর্ধশত, ৭৮ জন জীবিত উদ্ধার

আতিয়া মহল থেকে প্রায় এককিলোমিটার দূরে উৎসুখ জনতার ভীর। ছবি সংগৃহীত

সিলেট : দক্ষিণ সুরমার শিববাড়ী এলাকায় জঙ্গি আস্তানা ‘আতিয়া মহল’ ঘিরে গুলি-বিস্ফোরণের শব্দে প্রকম্পিত হয়ে উঠেছে পুরো এলাকা। সেনা কমান্ডোদের শ্বাসরুদ্ধকর অভিযান শনিবার (২৫ মার্চ) দ্বিতীয় দিনের মতো চলে। অভিযানে সেনাবাহিনী, সোয়াত, পুলিশ, র্যাব সদস্যরা অংশ নিয়েছে। অক্ষত অবস্থায় ৭৮ জনকে উদ্ধার করা হয়েছে। এদিকে গতকাল সন্ধ্যার পর ঘটনাস্থলের পাশেই জঙ্গিরা দু’দফা হামলা চালিয়েছে। এতে একজন পুলিশসহ ৩ জন নিহত হয়েছেন। প্রথম হামলায় মোটরসাইকেল আরোহীর ঘটানো বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন। দ্বিতীয় দফা হামলায় আরো দুইজন নিহত হন । দুটি হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সাংবাদিকসহ অন্তত অর্ধশত ব্যক্তি আহত হয়েছেন।

শনিবার (২৫ মার্চ) রাত সাড়ে আটটার দিকে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আকতারুজ্জামান বসুনিয়া এ তথ্য জানান। তিনি বলেন, নিহতদের একজনের নাম আবু কাউসার। তিনি সিটি এসবির পরিদর্শক। নিহত আরেকজনের পরিচয় জানা গেছে, তিনি কলেজছাত্র অহিদুল ইসলাম অপু। অপরজনের পরিচয় নিশ্চিত করে বলা যাচ্ছে না। সেনাবাহিনীর নেতৃত্বে এবং পুলিশ ও সোয়াতের সহায়তায় চলা ‘অপারেশন টোয়াইলাইট’ নিয়ে শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সেনাবাহিনীর পক্ষ থেকে ব্রিফিং করা হয়। ব্রিফিং শেষ হওয়ার পর সন্ধ্যা পৌনে সাতটার দিকে ব্রিফিংস্থলেই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় সাংবাদিকসহ ৩০ জনের বেশি আহত হন। এরপর রাত সাতটা ৫৫ মিনিটের দিকে আগের ঘটনাস্থলের কাছে পূর্ব পাঠানতলা মসজিদ এলাকায় আরেকটি বোমার বিস্ফোরণ হয়। পুলিশসহ ৪২ জনকে সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি মোটরসাইকেলে করে দু’জন এসে বিস্ফোরণ ঘটালে হতাহতের ঘটনা ঘটে। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রুকনুদ্দিন বলেন, লাশগুলো সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।

ঘটনার পর আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে পৌঁছে অবিস্ফোরিত একটি বোমা ও মোটর সাইকেল উদ্ধার করেছে। এর আগে ব্রিফিংয়ে গত দুদিন থেকে বহুল আলোচিত সিলেটের শিববাড়িতে অপারেশন অব্যাহত রয়েছে বলে ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় অভিযানে অংশ নেওয়া সেনা সদস্যদের পক্ষ থেকে ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল হাসান সাংবাদিকদের ব্রিফিং করেন।

শেয়ার করুন