মিরসরাইয়ে সাংবাদিকের বাড়িতে ফের ডাকাতি

মিরসরাইয়ে সাংবাদিকের বাড়িতে ফের ডাকাতি

চট্টগ্রাম : মিরসরাই প্রেস ক্লাবের সিনিয়র যুগ্ম সম্পাদক, দৈনিক নয়া দিগন্ত ও চট্টগ্রাম মঞ্চ পত্রিকার মিরসরাই প্রতিনিধি এম মাঈন উদ্দিনের বাড়িতে পুনরায় ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (২৫ জানুয়ারী) রাত ৩টায় উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর এলাকায় হাফেজ রফি উজ্জামানের বাড়িতে এ ঘটনা
ঘটে।

আরো পড়ুন : প্রধানমন্ত্রীর হাতে তৈরি খাবার পেয়ে উচ্ছ্বসিত সাকিব-শিশির
আরো পড়ুন : মুক্তিযোদ্ধা শফির স্মরণে সভা ও দোয়া মাহফিল

সাংবাদিক এম মাঈন উদ্দিনের বড় ভাই আবু নুর বলেন, শনিবার রাত ৩টায় ধারালো চাইনিজ কুড়াল সহ বিভিন্ন অস্ত্র নিয়ে ঘরের দরজা ভেঙ্গে আমাদের ঘরে প্রবেশ করে ১৫-১৬ জনের ডাকাত দল। এরপর ডাকাত দল আমার হাত-মুখ বেঁধে ফেলে। পরবর্তীতে ঘরের সবাইকে জিম্মি করে ডাকাত দল আলমিরার তালা ভেঙ্গে ৩টি বিদেশী টর্সলাইট, ১টি মোবাইল সেট, নতুন কম্বল ও জুস মেশিন সহ নগদ সাড়ে তিন হাজার টাকা নিয়ে যায়। তিনি আরো বলেন, গত

১৬ জানুয়ারি আমার বাবা মারা যাওয়ার রাতেও ডাকাতির ঘটনা ঘটেছে। ওই সময় ডাকাত দল আমার খালাতো বোনের ১ ভরি ওজনের স্বর্ণের চেইন, ২ জোড়া কানের দুল ও ১টি মোবাইল নিয়ে যায়।

এদিকে রবিবার (২৬ জানুয়ারী) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মিরসরাই থানার ওসি (তদন্ত) বিপুল দেবনাথ, নিজামপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আবুল হাশেম, ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরিদুল হাসান টিপু ও স্থানীয় ইউপি সদস্য আহসান উল্ল্যাহ ভূঁইয়া।

মিরসরাই থানার ওসি (তদন্ত) বিপুল দেবনাথ বলেন, সাংবাদিক মাঈন উদ্দিনের বাড়িতে ডাকাতির সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত করে শীঘ্রই এ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে।