লামায় বৈদেশিক কর্মসংস্থানের দক্ষতা ও সচেতনতা বিষয়ক সেমিনার

.

বান্দরবানের লামায় “বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা” বিষয়ক প্রচার, প্রেসব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অর্থায়ন ও তত্ত্বাবধানে লামা উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২৭ জানুয়ারী) উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপী এই সেমিনার সম্পন্ন হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা চেয়ারম্যান মো: মোস্তফা জামাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লামা উপজেলা নির্বাহী অফিসার নূর-এ জান্নাত রুমি ও লামার পৌর মেয়র মোঃ জহিরুল ইসলাম।

এছাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা, লামা উপজেলা স্বাস্থ্য প: প:কর্মকর্তা ডা: মোহাম্মদুল হক, বান্দরবান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী পলাশ কুমার বড়ুয়া, মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মাহবুবুর রহমান, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার দাশ, ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এছাড়া সাংবাদিক, জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন বিভাগের প্রতিনিধি ও ইউপি সচিবগণ দিনব্যাপী সেমিনারে অংশগ্রহণ করেন।