মিঠাছরা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

মিঠাছরা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীরা

চট্টগ্রাম: মিরসরাই উপজেলার মিঠাছরা উচ্চ বিদ্যালয়ের ২০২০ সালে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি জাফর উদ্দিন আহমদ চৌধুরী।

আরাে পড়ুন : বেসরকারি খাতে যাচ্ছে পতেঙ্গা সৈকত
আরাে পড়ুন : গাজীপুর কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির বার্ষিক সভা

বিদ্যালয়ের শিক্ষিকা কামরুন নাহার সঞ্চালনায় ও প্রধান শিক্ষক মোশারফ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল্লাহ দিদার, কাজী নুরুল মোস্তফা, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. জামশেদ আলম, এমদাদুল হক, মোহাম্মদ ইলিয়াছ ও চন্দ্র শেখর।

বক্তারা পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষা সুষ্ঠু ও নকল মুক্ত পরিবেশ কামনা করার পাশাপাশি প্রত্যেক ছাত্র-ছাত্রী যেন ভাল ফলাফল করে এ বিদ্যালয় থেকে বিদায় নিয়ে উন্নত ও উজ্জ্বল ভবিষ্যৎ জীবন গড়তে পারে সেই প্রত্যাশাই করেন।

উল্লেখ্য, ১৯৪৭ সালে প্রতিষ্ঠার পর থেকে জেএসসি ও এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে ফলাফল করে আসছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবার পুুরাতন ও নতুনসহ ১৩০ জন ছাত্র-ছাত্রী এসএসসি পরিক্ষায় অংশ নিচ্ছে বলে জানা গেছে।