পদবী পরিবর্তনের দাবীতে বাকাসস এর কর্মবিরতি

পদবী পরিবর্তনের দাবীতে বাকাসস এর কর্মবিরতি

চট্টগ্রাম : মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার পরও দীর্ঘদিন বিভাগীয় কমিশনার, জেলা ও উপজেলা প্রশাসনে কর্মরত তৃতীয় শ্রেণির কর্মচারীদের প্রাণের দাবী পদবি পরিবর্তন না হওয়ায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয় ও জেলা প্রশাসক কার্যালয়ে কর্মরত সহকারীদের সংগঠন বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) নেতৃবৃন্দরা কর্মবিরতি পালন করেছেন।

সোমবার (২৭ জানুয়ারি) কর্মস্থলের হাজিরা খাতায় স্বাক্ষর করে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৪ ঘন্টা কর্মবিরতি
পালন করে আন্দোলনকারীরা।

আরো পড়ুন : খাগড়াছড়িতে গাঁজাক্ষেত ধ্বংস করল সেনাবাহিনী
আরো পড়ুন : করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের দাবি চীনের!

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত আবারও ৪ ঘন্টা কর্মবিরতি পালন করা হবে। দাবী আদায় না হলে আগামী ২৫, ২৬ ও ২৭ ফেব্রæয়ারী মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পূর্ণ দিবস কর্মবিরতি পালনসহ অফিস চত্বরে অবস্থান কর্মসূচীর ঘোষণা দেন নেতৃবৃন্দরা।

সোমবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় বাকাসস’র চট্টগ্রাম জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি স্বপন কুমার দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম আরিফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য স্বদেশ শর্মা, উদয়ন কুমার বড়ুয়া, আলী আজম খান, আবদুল মন্নান, সাদিয়া নুর, সাহেদুল ইসলাম, অপর্না দাশ, শুভ্রা চাকমা, কাজলী দেবী, প্রদীপ কুমার চৌধুরী, সফিউল আলম, নুরুল মুহাম্মদ কাদের, মোঃ শোয়াইব মুহাম্মদ দুলু, এম.এ হাসেম, মোঃ খোরশেদ, পরাগ মনি, মনিরথ দাশ, অরুন কান্তি মল্লিক, সুফিয়া বেগম, মোঃ কামরুল ইসলাম, হেলাল হোসেন, মোহাম্মদ আয়ুব, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ রিয়াজ উদ্দিন প্রমূখ।

বক্তাগণ বলেন, সচিবালয়ের একজন কর্মচারী ১৬ গ্রেডে চাকরিতে যোগদান করে ৫ বছর পর ১০ গ্রেডে পদোন্নতি পেয়ে যান। আর সচিবালয়, হাইকোর্ট, সংসদ, নির্বাচন কমিশন, পিএসসি ও মন্ত্রনালয়ের সংযুক্ত বিভাগ সমূহে ১৬ তম গ্রেডে যোগদান করে অনেকে সহকারী সচিব হয়ে চাকরি থেকে অবসর নিচ্ছেন। ইসিতে ৩য় শ্রেণি থেকে এক লাফে প্রথম শ্রেণির কর্মকর্তা পদে পদোন্নতি প্রদানেরও নজির আছে। রাজউকে ইউডি পদে ৮ বছর চাকরি করলে অফিস সুপার পদে পদোন্নতি পাওয়া যায়। এছাড়া বাংলাদেশ সচিবালয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, খাদ্য অধিদপ্তর, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, স্থানীয় সরকার বিভাগ, হিসাব রক্ষণ অফিস, সিএমএম কোর্ট, কৃষি বিভাগ, প্রাণি সম্পদ অধিদপ্তর, সংসদ সচিবালয় অফিস সমূহে সমপদের বিভিন্ন পদের পদবী ও গ্রেড পরিবর্তন করা হয়। শুধুমাত্র ইউএনও, ডিসি ও বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কর্মরত অফিস সহকারীগণ চাকরিতে জীবন শেষেও কোন পদোন্নতি না পেয়ে একই পদে থেকে অবসরে যাচ্ছেন। সহকারীদের ন্যায় সংগত দাবী আদায় না হলে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ, এসডিজি বাস্তবায়ন ও রূপকল্প-২০২১ বাস্তবায়নের লক্ষ্যে মাঠ প্রশাসনে কর্মরত বিভাগীয কমিশনার অফিস, জেলা ও উপজেলা প্রশাসনে কর্মরত সহকারীদের মনোবল সতেজ না রেখে কাজের গতিশীলতা অব্যাহত রাখা সম্ভব নয়। তারা বিভিন্ন দপ্তরের ন্যায় জেলা প্রশাসকের কার্যালয় ও এর নিয়ন্ত্রণাধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও উপজেলা ভূমি অফিসে কর্মরত সহকারীদের উত্থাপিত দাবী দাওয়াসমূহ দ্রুত বাস্তবায়নের জন্য জন প্রশাসন মন্ত্রণালয়কে উদাত্ত আহবান জানান এবং জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে মুজিব বর্ষে সহকারীদের মর্যাদার দাবী বাস্তবায়নে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

শেয়ার করুন