চট্টগ্রাম-কাপ্তাই সড়কে বাস উল্টে দুইজন নিহত

সড়ক দুর্ঘটনা

চট্টগ্রাম : চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাউজানে যাত্রীবাহী বাস উল্টে দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে চুয়েট দুই শিক্ষকসহ অন্তত আরো ১০ জন। দুর্ঘটনায় নিহতরা হলেন রাঙ্গুনিয়া উপজেলার শিলক গ্রামের জাহানারা বেগম (৫৫) ও একই উপজেলার ইমাম হোসেন (৫০)। আহতদের চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল সোয়া ১১টার দিকে চট্টগ্রামের রাউজান উপজেলার পাহাড়তলী পিংক সিটির অদূরে এই দুর্ঘটনা ঘটে।

আরো পড়ুন : আলোচিত সেই ৪ ‘হাই ফ্রেন্ডস’ এখন রিমান্ডে
আরো পড়ুন : ডেসটিনি’র পরিচালকের তিন বছরের কারাদণ্ড

রাঙ্গুনিয়া ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার লিটন হাওলাদার জানান, চট্টগ্রাম নগরীর চান্দগাঁও বাস টার্মিনাল থেকে ছেড়ে যাওয়া আল্লাহর দান পরিবহনের বাসটি কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা যাচ্ছিল। রাউজানের পিংক সিটি অতিক্রমের সময় বাসটির চাকা পাংচার হয়ে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ গিয়ে বাসের নিচে আটকে পড়া অবস্থায় দুজনের মৃতদেহ উদ্ধার করে।

‘একজনের পা বাসের মধ্যে আটকে ছিল। তাকে আমরা জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। এছাড়া আরও কমপক্ষে ৮ থেকে ৯ জনকে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।’

শেয়ার করুন