
চট্টগ্রাম : নগরীর বায়েজিদ বোস্তামী থানার শেরশাহ বাংলাবাজারের গুলশান হাউজিং সোসাইটির একটি বাবা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত বিবি ফাতেমা লিপি (২১) দিনজমুর মো. কামরুজ্জামানের স্ত্রী। পুলিশ বলছে নিহতের মাথায় ভারী বস্তু দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে মরদেহটি উদ্ধারের বিষয়টি স্বিকার করে বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার জানান, সন্ধ্যায় কামরুজ্জামান বাসায় ফিরে স্ত্রীর রক্তাক্ত মরদেহ দেখে থানায় খবর দেন। পুলিশ গিয়ে মরদেহ নিজেদের হেফাজতে নেয়। তার মাথায় আঘাতের চিহ্ন আছে।
আরাে পড়ুন : আলোচিত সেই ৪ ‘হাই ফ্রেন্ডস’ এখন রিমান্ডে
আরো পড়ুন : সমাজের সৎ মানুষগুলোকে মূল্যায়ন করতে হবে : এমএ লতিফ
মরদেহের পাশে একটি হামানদিস্তা পাওয়া গেছে জানিয়ে ওসি আরো বলেন, হামানদিস্তায় রক্তের দাগ আছে। সেটি দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছি।
প্রথমে তাকে ধর্ষণ করা হয়েছে বলে পুলিশ ধারণা করলেও প্রাথমিক পরীক্ষায় এর কোনো আলামত পাওয়া যায়নি বলেও জানিয়েছেন ওসি। হত্যাকাণ্ডের কারণ উদঘাটন ও এর সঙ্গে জড়িতদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।