মেয়র নির্বাচন: ঢাকা উত্তরে এগিয়ে আতিকুল

আতিকুল ইসলাম।

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বড় ব্যবধানে এগিয়ে আছেন আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম।

শনিবার (১ ফেব্রুয়ারি) দিনভর ভোটগ্রহণ শেষে বিভিন্ন কেন্দ্রের ফল সন্নিবেশিত করে ঢাকার শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে স্থাপিত সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে ঘোষণা করছেন এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম।

রাত পৌনে ১০টা পর্যন্ত ৭৩৯টি কেন্দ্রের ফল ঘোষণা হয়েছে। তাতে নৌকা প্রতীকে আতিকুল ইসলাম পেয়েছেন ২ লাখ ৩৫ হাজার ২৩৪ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির তাবিথ আউয়াল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৩৫৫ ভোট।

আরো পড়ুন: ঢাকা দক্ষিণে দ্বিগুণ ভোটে এগিয়ে তাপস

ঢাকা উত্তরে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ২ হাজার ১২টি। এগুলোর ৭ হাজার ৮৪৬টি ভোট কক্ষে শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একযোগে ইভিএমে ভোটগ্রহণ চলে।

এই সিটিতে মেয়র প্রার্থী মোট ছয়জন। তারা হলেন আওয়ামী লীগের আতিকুল ইসলাম, বিএনপির তাবিথ আউয়াল, সিপিবির আহাম্মদ সাজেদুল হক রুবেল, ইসলামী আন্দোলনের শেখ ফজলে বারী মাসউদ, এনপিপির আনিসুর রহমান দেওয়ান, পিডিপির শাহীন খান।

শেয়ার করুন