সিইউজে নেতাদের সম্মাননা দিল চট্টগ্রাম প্রেসক্লাব

সিইউজে নেতাদের সম্মাননা প্রদান চট্টগ্রাম প্রেসক্লাব

চট্টগ্রাম : চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ আলী এবং সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলামকে সম্মাননা জানিয়েছে চট্টগ্রাম প্রেসক্লাব।

রোববার (২ ফেব্রুয়ারি) চট্টগ্রাম প্রেস ক্লাবের পিএইচপি ভিআইপি লাউঞ্জে তাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে চট্টগ্রাম প্রেসক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দ একযোগে সাংবাদিকদের কল্যাণে কাজ করার দৃঢ় অঙ্গিকার ব্যক্ত করেছেন। একইসঙ্গে সাংবাদিক নেতৃবৃন্দ আগামী দিনে বিভিন্ন জাতীয় দিবসসহ গুরুত্বপূর্ণ অনুষ্ঠান যৌথভাবে আয়োজনের আশা প্রকাশ করেন।

আরো পড়ুন : আজ এসএসসি ও সমমান পরীক্ষা শুরু
আরো পড়ুন : উপজেলা পরিষদকে আরো শক্তিশালী করতে কাজ করছে সরকার

সভাপতির বক্তব্যে প্রেসক্লাব সভাপতি আলী আব্বাস হিংসা-বিদ্বেষের উর্ধ্বে থেকে সংগঠনের কর্মকাণ্ডকে গতিশীল করার জন্য নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ পুরো কমিটিকে আহ্বান জানান।

চট্টগ্রাম প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির দুইজন কার্যকরী সদস্য সিইউজে’র সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়া প্রসঙ্গে আলী আব্বাস বলেন, ‘ভালো কাজের স্বীকৃতিস্বরূপ দু’জনেই গুরুত্বপূর্ণ পদে আসীন হয়েছেন। সংগঠনের উন্নয়নে কাজ করতে হবে।’

সিইউজে’র নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ আলী বলেন, এই সম্মাননার মধ্য দিয়ে আমাদের দায়িত্ব আরও বেড়ে গেলো। সবার ভালো পরামর্শগুলো কাজে লাগানোর চেষ্টা করবো। অতীতে যা হয়েছে তা ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দিয়ে একইসঙ্গে ভবিষ্যতে চলার পথে ভুল হলে ভুলগুলো ধরিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

সিইউজে’র নবনির্বাচিত সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম বলেন, আগামী দুইবছর সদস্যদের প্রত্যাশা অনুযায়ী কাজ করার চেষ্টা করবে নবনির্বাচিত কমিটি। একইসঙ্গে বিভিন্ন কর্মকাণ্ড সম্পাদনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ চট্টগ্রাম প্রেস ক্লাবের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।

সভায় নবনির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদককে চট্টগ্রাম প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা এবং সম্মাননা স্মারক দিয়ে বরণ করে নেন প্রেসক্লাব সভাপতি আলী আব্বাস ও ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ।

প্রেস ক্লাব যুগ্ম সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী।

বক্তব্য দেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সালাহউদ্দিন মো. রেজা, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সহ-সভাপতি শহীদ উল আলম, সিইউজের সাবেক সভাপতি মোস্তাক আহমদ, বিএফইউজের সাবেক যুগ্ম মহাসচিব আসিফ সিরাজ, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, সিইউজে’র সাবেক সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র দাশ, প্রেস ক্লাবের অর্থ সম্পাদক দেবদুলাল ভৌমিক, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নাসির উদ্দিন তোতা, সিইউজে’র নবনির্বাচিত সিনিয়র সহ-সভাপতি রতন কান্তি দেবাশীষ, সহ-সভাপতি অনিন্দ্য টিটো, যুগ্ম সম্পাদক সবুর শুভ, সাংগঠনিক সম্পাদক ইফতেখারুল ইসলাম, অর্থ সম্পাদক কাশেম শাহ।

এ সময় চট্টগ্রাম প্রেসক্লাবের সহ-সভাপতি মনজুর কাদের মনজু, সাংস্কৃতিক সম্পাদক রূপম চক্রবর্তী, গ্রন্থাগার সম্পাদক রাশেদ মাহমুদ, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক মো. আইয়ুব আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিন্টু চৌধুরী, কার্যকরী সদস্য স ম ইব্রাহীম, ক্লাবের প্রবীণ সদস্য মাখন লাল সরকার, স্বপন দত্ত, দেবপ্রসাদ দাস, শতদল বড়ুয়া, প্রদীপ নন্দী, জামালুদ্দীন ইউছুফ, বিশ্বজিৎ বড়ুয়া, মুস্তফা নঈম, আলমগীর সবুজ, মোস্তাফিজুর রহমান, খোরশেদুল আলম শামীম, আবুল হাসনাত, সাইদুল আজাদ, তাজুল ইসলাম, রেজা মুজাম্মেল, মাসুদুল হকসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন