নগরীতে শীতের শেষে উঁকি দিচ্ছে আমের মুকুল

নগরীরতে শীতের শেষে উঁকি দিচ্ছে আমের আগাম মুকুল

চট্টগ্রাম : শীত শেষের দিকে। ফাল্গুন আসতে বাকী মাত্র কিছু দিন। এরই মধ্যে মহানগরের কিছু আম গাছে মুকুল আসতে শুরু করেছে। বেশ কিছু এলাকায় আম গাছে উঁকি দিচ্ছে আমের মুকুল। বাতাসে মুকুলের মৌ মৌ সুবাস বইছে। নগরীর বিভিন্ন এলাকায় এখন আমের মুকুল শোভা পাচ্ছে। সেই মুকুলের পরিমাণ কম হলেও ইতোমধ্যে মালিকরা পরিচর্যা শুরু করেছেন বেশী আম ফলনের আশায়।

আরো পড়ুন : দূর্নীতি বিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ
আরো পড়ুন : বিয়ের ১২ দিনেই ভেঙে যাচ্ছে অভিনেত্রীর পঞ্চম সংসার

শনিবার (১ ফেব্রুয়ারী) সকালে সরেজমিনে ঘুরে দেখা গেছে, মহানগরীর দক্ষিণ কাট্টলী বশির শাহ মাজার এলাকায় কাট্টলী প্রাথমিক বিদ্যালয়ের পাশে, হালিশহরের আব্বাস পাডা, বড় পুল, সরাই পাডা, সাগরিকা, নয়া বাজারসহ বিভিন্ন এলাকার আম গাছে আগাম মুকুল শোভা পাচ্ছে। আমের মুকুলে এখন মৌমাছির গুঞ্জন। মুকুলের মিষ্টি ঘ্রাণ যেন জাদুর মতো কাছে টানছে। গাছের প্রতিটি শাখা-প্রশাখায় তাই চলছে ভ্রমরের সুর ব্যঞ্জনা।

আমগাছের মালিক দরবার পরিবারে চেয়ারম্যান আতাউর রহমান (আলতাফ) জানান, আগাম মুকুল দেখার পর থেকে মনটা ভালোই লাগছে। এই মুকুল টিকে থাকলে এবার বাম্পার ফলন পাওয়া যাবে। তবে ঘন কুয়াশা থাকলে মুকুল পঁচে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।

জেলে পাড়ার অভিজিৎ দে (জয়) বলেন, প্রতি বছরই কিছু আমগাছে আগাম মুকুল আসে। এবারও আসতে শুরু করেছে। ঘন কুয়াশার কবলে না পড়লে এসব গাছে আগাম ফলন পাওয়া যাবে। তবে নিয়ম মেনে শেষ মাঘে যেসব গাছে মুকুল আসবে সেসব গাছে মুকুল স্থায়ী হয়।

নগরীর নয়াবাজার এলাকার বাসিন্দা এরশাদ মিঠু বলেন, আম গাছে আগাম মুকুল বাতাসে মিশে সৃষ্টি করছে মৌ মৌ গন্ধ। যে গন্ধ মানুষের মনকে বিমোহিত করছে।

শেয়ার করুন