মাদারবাড়ির সিআরবি বস্তির ২শ ঘর পুড়ে গেছে

চট্টগ্রামের সিআরবিতে আগুন

চট্টগ্রাম : নগরের পশ্চিম মাদারবাড়ীর মাঝিরঘট এলাকায় সিআরবি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত দুই শতাধিক ঘর পুড়ে গেছে। রোববার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

গভীর রাতে যখন সবাই ঘুমে আছন্ন তখন বস্তির পশ্চিম দিক থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। বস্তির বেশিরভাগ ঘর কাঁচা ও আধাপাকা হওয়ায় মা্ত্র দেড়ঘণ্টার আগুনে প্রায় ২০০ ঘর পুড়ে গেছে। সব হারিয়ে এখন নিঃস্ব এই নিম্ন আয়ের মানুষ। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি স্টেশনের ১৫টি গাড়ি ঘটনাস্থলে প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আরো পড়ুন : “শীঘ্রই ভূমি বিরোধ নিষ্পত্তির কাজ শুরু হবে”
আরো পড়ুন : সিইউজের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

এদিকে বস্তির সাধারণ মানুষের দাবী, উচ্ছেদ করতেই পরিকল্পিতভাবে এ আগুন লাগানো হয়েছে। তাদের অভিযোগ বস্তি ছেড়ে চলে যেতে বলা হলেও তারা না যাওয়ায় পরিকল্পিতভাবে তাদের ঘরে আগুন লাগানো হয়েছে।

এব্যাপারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ফরিদ আহমদ চৌধুরী বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।

প্রসঙ্গত, নগরের মির্জাপুল রস্তি গত সপ্তাহের ব্যবধানে দুইবার লাগা আগুনে পুড়ে যায় প্রায় ৪০০ ঘর। ওই আগুনের ঘটনায়ও অভিযোগ উঠেছে উচ্ছেদ করতেই পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে।

শেয়ার করুন