আতিয়া মহল অভিযানে দুই জঙ্গি নিহত

আতিয়া মহলে সেনা অভিযানের একটি চিত্র। ছবি: আইএসপিআর

সিলেট : সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকার ‘আতিয়া মহল’ এর জঙ্গি আস্তানায় ৩৩ ঘন্টার অভিযানে এ পর্যন্ত দু’জন জঙ্গি নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে যৌথ বাহিনী।

তবে ভেতরে আরও কয়েকজন জঙ্গি রয়েছে বলে উল্লেখ করে যৌথ বাহিনীর প্রেস ব্রিফিংয়ে বলা হয়েছে, পুরো ভবনটিতে বোমা আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) রেখে জঙ্গিরা ঝুঁকিপূর্ণ করে রাখায় সতর্কতার সঙ্গে চলমান ‘অপারেশন টোয়ালাইট’ অভিযান পরিচালনা করা হচ্ছে। তাই অভিযান শেষ হতে আরও সময় লাগবে।

সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান রোববার (২৬ মার্চ) বিকেল সাড়ে পাঁচটার দিকে ব্রিফিংয়ে এসব কথা জানান। তিনি বলেন, ‘আমাদের প্রথম লক্ষ্য ছিল, ভেতরে জিম্মি থাকা বাড়িটির বাসিন্দাদের উদ্ধার করে নিরাপদে বাইরে নিয়ে আসা। ৭৮ জন বাসিন্দাকে নিরাপদে উদ্ধারের মাধ্যমে আমরা সেটি সফলভাবে করতে পেরেছি। এখনকার লক্ষ্য হচ্ছে, অভিযান পরিচালনাকারী নিজেদের সদস্যদের নিরাপদে রেখে জঙ্গি নির্মূল করা। তবে জঙ্গিরা পুরো ভবনের বিভিন্ন স্থানে আইইডি পেতে রেখেছে। ফলে ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ থাকায় অভিযান চালানো কঠিন হয়ে পড়েছে। সতর্কভাবে এগোতে হচ্ছে, অভিযানও শেষ করতে সময় লাগছে’। তবে সবকিছু সামলে শিগগিরই অভিযান শেষ করতে পারবেন বলে আশাবাদী এই সেনা কর্মকর্তা। তিনি বলেন, ‘অভিযান শেষ করেই বিস্তারিত জানাবো’।

আতিয়া মহল থেকে উদ্ধার লোকজন। ছবি : আইএসপিআর

বৃহস্পতিবার (২৩ মার্চ) রাত থেকে টানা ৩০ ঘণ্টা ঘেরাও করে রাখার পর শনিবার (২৫ মার্চ) সকাল সকাল ৮টা ২৮ মিনিটে শুরু হয়েছে অপারেশন টোয়ালাইট। লে. কর্নেল ইমরুল কায়েসের নেতৃত্বে পুলিশ ও সোয়াত বাহিনীর সমন্বয়ে টানা ৩৩ ঘণ্টা ধরে অভিযান চালাচ্ছেন সেনাবাহিনীর প্যারা-কমান্ডোরা।

শুক্রবার (২৫ মার্চ) ভোর থেকে অভিযানস্থল এবং এর আশপাশে ১৪৪ ধারা জারি রয়েছে। অভিযানস্থল পুরোপুরি কর্ডন করে রেখেছেন সেনাসহ নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

শেয়ার করুন