পরচর্চা পরিহার করে জঙ্গিদের প্রতিহতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

বক্তব্য রাখছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। ছবি নয়াবাংলা

চট্টগ্রাম : ‘চট্টগ্রাম স্বাধীনতা সংগ্রামের সূতিকাগার। চট্টগ্রাম থেকেই মহান মুক্তিযুদ্ধ শুরু হয় এবং জাতির জনকের পক্ষে চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা করেন জননেতা এম এ হান্নান। গুণীদের মূল্যায়ন এবং মহান স্বাধীনতা যুদ্ধের মর্যাদা সমুন্নত রাখতেই এ পদক দেওয়া হচ্ছে। বর্তমানে দেশে চরমপন্থী, জঙ্গি ও সন্ত্রাসীরা বিদ্যমান শান্তি ও স্থিতিশীলতা নসাৎ করতে চায়। তাদেরকে প্রতিহত করতে হবে। এক্ষেত্রে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

রোববার (২৬ মার্চ) বিকেলে নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশন আয়োজিত নগরীর ১০ বিশিষ্ট নাগরিক ও গুণীকে স্বাধীনতা স্মারক সম্মাননা পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র আ জ ম নাছির উদ্দীন এ আহ্বান জানান।

চট্টগ্রাম ব্রিটিশ ও পাকিস্তানবিরোধী আন্দোলনের তীর্থস্থান এবং গণতন্ত্র ও অধিকার আদায়ের গুরুত্বপূর্ণ এলাকা উল্লেখ করে তিনি বলেন, স্বাধীনতা পরবর্তী দীর্ঘ সময় অতিক্রান্ত হয়েছে। কিন্তু এসময়ে যেটুকু অর্জন করা প্রয়োজন ছিল তা আমরা পারিনি। অহেতুক বিতর্ক সৃষ্টি, বিভক্তি ও বিভাজনের মাধ্যমে দেশের উন্নয়ন ও অগ্রগতিকে বাধাগ্রস্থ করা হয়েছে। জাতীয় স্বার্থে পরচর্চা, পরনিন্দা এবং পরের সমালোচনা পরিহার করে আত্ম-সমালোচনায় অভ্যস্ত হলে দেশ সঠিক পথে পরিচালিত হবে। আমাদের সকলকে প্রকৃত সত্য বলতে হবে। সাদাকে সাদা, কালোকে কালো এবং মন্দকে মন্দ হিসেবে আখ্যায়িত করতে হবে। তাহলেই কাঙ্খিত উন্নয়ন ও অগ্রগতি সম্ভব।

সভায় নগরীর ১০ বিশিষ্ট নাগরিক ও গুণী ব্যক্তিকে স্বাধীনতা সম্মাননা স্মারক প্রদান করেন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন। স্বাধীনতা স্মারক সম্মাননা প্রাপ্তরা হলেন- মুক্তিযুদ্ধে মোখতার আহমদ (মরণোত্তর), স্বাধীনতা আন্দোলনে ভূপতি ভূষণ চৌধুরী (মানিক চৌধুরী মরণোত্তর), সাংবাদিকতায় আতাউল হাকিম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া (মরণোত্তর), চিকিৎসায় ডা. ফজলুল আমীন (মরণোত্তর), শিক্ষায় বেগম হাসিনা জাকারিয়া, শিশু চিকিৎসায় ডা. প্রণব কুমার চৌধুরী, নারী জাগরণে বেগম রুনু সিদ্দিকি (মরণোত্তর), সমাজসেবায় সাফিয়া গাজী রহমান ও ক্রীড়ায় মোজাম্মেল হক।

চসিকের শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর নাজমুল হক ডিউকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি কলিম সরওয়ার ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হোসেন,।

চসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মঞ্জুরুল ইসলাম ও জনসংযোগ কর্মকর্তা মো. আবদুর রহিমের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, কাউন্সিলর সালেহ আহমদ চৌধুরী, হাসান মুরাদ বিপ্লব, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর আবিদা আজাদ, ড. মুস্তাফিজুর রহমান, প্রধান শিক্ষা কর্মকর্তা নাজিয়া শিরিন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট সনজিদা শরমিন, যূথিকা সরকার, উপসচিব আশেক রসুল চৌধুরী টিপু প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্মাননা স্মারকপ্রাপ্তদের মধ্যে অনুভূতি ব্যক্ত করেন মোখতার আহমদের পক্ষে তাঁর ছেলে আবদুল্লাহ আল মামুন, মানিক চৌধুরীর পক্ষে তার ছেলে দিপঙ্কর চৌধুরী কাজল, ওস্তাদ নীরদ বরণ বড়ুয়ার পক্ষে তার মেয়ে ফাল্গুনী বড়ুয়া, ডা. ফজল আমীনের পক্ষে তার ছেলে ডা. আরিফুল আমীন এবং বেগম রুনু সিদ্দিকীর পক্ষে তার মেয়ে শবনব সিদ্দিকী এবং আতাউল হাকিম, প্রফেসর হাসিনা জাকারিয়া ডা. প্রণব কুমার চৌধুরী, মিসেস সাফিয়া গাজী রহমান এবং মোজাম্মেল হক।

একই অনুষ্ঠানে রচনা, সাধারণ নৃত্য, দেশের গান, উপস্থিত বক্তৃতা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী ৪৮ জনের হাতে পুরস্কার তুলে দেন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন।

শেয়ার করুন