শর্ট সার্কিটের আগুনে ৩ বসতঘর পুড়ে ছাই মিরসরাইয়ে

ছবি প্রতীকী

মিরসরাই : শর্ট সার্কিটের আগুন থেকে ৩টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের চিনকিরহাট এলাকায় মাধব কবিরাজ বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্তরা হলেন কালাচাঁন ভৌমিক, জনার্দ্দন ভৌমিক ও লিটন ভৌমিকদের দাবী আগুনে অন্তত ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আরো পড়ুন : চসিক নির্বাচন : আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু
আরো পড়ুন : চট্টগ্রামে অস্তিত্ব সংকটে মহজোটের শরিকরা

ক্ষতিগ্রস্তরা জানান, ‘শুক্রবার রাত সাড়ে ১১টায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তার আগেই আমাদের ৩ পরিবারের প্রায় সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। ঘরে থাকা ১৪ ভরি স্বর্ণালংকার, নগদ ৬০ হাজার টাকা, ৩টি ফ্রিজ, ২টি কম্পিউটার, আসবাবপত্রসহ সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।’

বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা তানভীর আহম্মদ। তিনি বলেন, ‘শুক্রবার রাতে হিঙ্গুলী ইউনিয়নের চিনকিরহাট এলাকায় একটি বাড়িতে আগুন লেগে ৩টি বসত ঘর পুড়ে গেছে। সরকারি হিসেব মতে ক্ষতিগ্রস্তদের প্রায় সাড়ে ৩ লাখ টাকা ক্ষতি হয়েছে।’