সাহেদ আলী স্মৃতি সংসদ ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী

আনন্দ মাল্টিমিডিয়া স্কুলের জয়

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আবু সুফিয়ান বলেছেন, খেলাধুলা মাদকমুক্ত সমাজ গড়তে সহায়ক শক্তি হিসেবে কাজ করে। তাই উন্নত জাতি ও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। ক্রিকেট খেলার মাধ্যমে বাংলাদেশ আজ সারা বিশ্বে পরিচিতি লাভ করেছে। আমাদের সোনার ছেলেরা ক্রিকেটের মাধ্যমে বাংলাদেশকে সম্মানিত করেছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারী) বিকালে আনন্দ মাল্টিমিডিয়া স্কুল মাঠে অনুষ্ঠিত আনন্দ মাল্টিমিডিয়া স্কুল বনাম চান্দগাঁও চ্যালেঞ্জার্স’র মধ্যে অনুষ্ঠিত ক্রিকেট টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, আজ আমরা গর্ব করে বলতে পারি খেলাধুলায় বাংলাদেশ পিছিয়ে নেই। খেলাধুলা মানবিক মূল্যবোধ ও মেধা বিকাশের অন্যতম মাধ্যম। তাই সব শ্রেণী-পেশার মানুষকে খেলাধুলার মান উন্নয়নে এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলারও সুযোগ দিতে হবে। তবেই আগামী দিনে আমরা সুস্থ ও মেধাসম্পন্ন জাতি উপহার পাব।

সাহেদ আলী স্মৃতি সংসদ আয়োজিত সাহেদ আলী স্মৃতি সংসদ শর্টপিস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা গত ৭ ফেব্রুয়ারি বেলা ৩টায় আনন্দ মাল্টিমিডিয়া স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে আনন্দ মাল্টিমিডিয়া স্কুল বনাম চান্দগাঁও চ্যালেঞ্জার্স। আনন্দ মাল্টিমিডিয়া স্কুল ২ রানে জয়লাভ করে।

ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন বিজয়ী দলের মো. জিয়া ও ম্যান দ্যা সিরিজ হন মো. আনিস।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাহেদ আলী স্মৃতি সংসদের সভাপতি ব্যবসায়ী বদিউল আলম সাইফুল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্মসম্পাদ আনোয়ার হোসেন লিপু ও সৈয়দ সিহাব উদ্দিন আলম।

উপস্থিত ছিলেন গিয়াস উদ্দিন ভুইয়া, বদরুল খায়ের, গোলজার হোসেন, নুরুল আমিন, আক্তার সওদাগর, আব্দুল হাকিম, মোং খোকন, মোরশেদ ফয়সাল, মামুন, জামাল, আসিফ প্রমুখ।

শেয়ার করুন