করোনায় বিপর্যস্ত চীন : হাজার ছাড়িয়েছে মৃতের সংখ্যা

.

মরণ-ব্যধি নভেল করোনা ভাইরাসে বিপর্যস্ত চীন। কার্যত দেশটি অচলপ্রায়। প্রতিদিনই বাড়তে মৃতের সংখ্যা। হাজার ছাড়িয়ে মৃতের সংখ্যা এখন ১০১৬। আর আক্রান্ত অন্তত ৪২ হাজার। সোমবার একদিনেই মারা গেছে ১০৮ জন। মৃতদের ১০৩ জনই মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশের। অন্তত ২০ হাজার স্বাস্থ্য কর্মকর্তাকে ইতিমধ্যে করোনা ভাইরাসের উত্সস্থল উহানে পাঠানো হয়েছে। আরো কয়েকটি টিম সেখানে যাওয়ার জন্য প্রস্তুত। চীন বেশ কয়েক জন জ্যেষ্ঠ কর্মকর্তাকে অপসারণ করেছে।

চীনের জাতীয় হেলথ কমিশনের তথ্যমতে, এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত ৩ হাজার ২৮১ জন সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এছাড়া অন্তত ১ লাখ ৮৭ হাজার ৫১৮ জন চিকিত্সকের পর্যবেক্ষণে রয়েছে। এ ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা ও প্রাণহানি বাড়তে থাকায় বিশ্বব্যাপী জরুরি অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

আরো পড়ুন : চট্টগ্রামে মির্জা ফখরুল : দেশের জনগণ বিএনপির সাথে আছে
আরো পড়ুন : আমদানীকৃত চোরাই পণ্যসহ চোর চক্রের ৮ সদস্য গ্রেফতার

করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে ব্যাপক সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে অধিকাংশ দেশ। করোনা ভাইরাস ২৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এর মধ্যে চীন ছাড়া হংকং ও ফিলিপাইনে দুজন মারা গেছে। করোনা ভাইরাস ‘বিশ্বের অন্য দেশের জন্য অত্যন্ত গুরুতর হুমকি হিসেবে দেখা দিয়েছে’ বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেডরস আধানম গোব্রিয়াসেস। তিনি প্রাণঘাতী এই ভাইরাসের নমুনা অন্যদের সঙ্গে বিনিময় করতে এবং এর প্রতিষেধক ও ওষুধ তৈরির জন্য গবেষণা জোরদারের ওপর গুরুত্ব দেন। বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া এ ভাইরাসে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে ওষুধ, ডায়াগনস্টিকস ও ফ্লু-জাতীয় ভাইরাসের ভ্যাকসিন নিয়ে গবেষণা ত্বরান্বিত করার লক্ষ্যে দুই দিনের বৈঠকের শুরুতে বক্তব্য রাখেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। বৈঠকে চার শতাধিক গবেষক ও জাতীয় কর্তৃপক্ষ অংশ নিয়েছেন, যার মধ্যে চীন ও তাইওয়ান থেকে কেউ কেউ ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন।

শেয়ার করুন