চসিক নির্বাচন : মেয়র পদে মনোনয়ন নিলেন সালাম

মেয়র পদে মনোনয়ন নিলেন আবদুস সালাম

চট্টগ্রাম : মেয়র পদে আওয়ামী লীগ থেকে এবার দলীয় মনোনয়ন নিয়েছেন আবদুস সালাম। বুধবার (১২ ফেব্রুয়ারি) ধানমন্ডির দলীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। এ নিয়ে চট্টগ্রাম সিটি নির্বাচনে মেয়র পদে ৮জন প্রার্থী দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর আগে দীর্ঘ এক দশক চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এসময় চট্টগ্রামজুড়ে ব্যাপক উন্নয়ন প্রকল্প গ্রহণ করেন।

আরো পড়ুন : আই আই ইউ সি’তে বঙ্গবন্ধুর ছবি ভাঙচুরের অভিযোগে মামলা
আরাে পড়ুন : চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি মোক্তার, সম্পাদক জিয়াউদ্দিন

এরপরই তার নিজের ফেসবুকে প্রকাশ করেন আবদুস সালাম। সেখানে লেখেন-আলহামদুলিল্লাহ আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন ফরম নিয়েছি। জননেত্রী শেখ হাসিনার অবদানে এবং অশেষ আন্তরিকতায় চট্টগ্রাম বাসীর প্রত্যাশা পূরণে আগেও শত বাঁধা বিপত্তি উপেক্ষা করে কাজ করেছি। দলের মনোনয়ন টিকিট পেলে ইনশাআল্লাহ আগামীতেও চট্টগ্রামবাসীর স্বার্থে চ্যালেঞ্জ নিতে সম্পূর্ণ প্রস্তুত আছি। আমার প্রিয় চট্টগ্রামবাসীর দোয়া প্রার্থী।

শেয়ার করুন