হাটহাজারী কলেজে সংবর্ধনা অনুষ্ঠানে পানিসম্পদ মন্ত্রী
‘মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হতে হবে’

পানিসম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি বলেছেন, প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করে সকল শিক্ষার্থীকে ঐক্যবদ্ধ হতে হবে। যাতে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যেতে পারে। আর এজন্য শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষা ছাড়া কোন জাতি এগিয়ে যেতে পারে না। তাই তোমাদেরকে মনযোগ দিয়ে পড়াশোনা করে মানুষের মত মানুষ হতে হবে। কারণ এদেশের ভবিষ্যত কর্ণধার তোমরাই। সুতরাং তোমাদেরকে আজকের বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হবে। সেই শিক্ষায় আগামীর নেতৃত্ব দিতে সক্ষম ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার কথাও বলেন তিনি। জঙ্গিবাদের সত্যিকার আঘাতটা আমরাই পেয়েছি। তবে তিনি হাটহাজারীতে কোন শিক্ষা প্রতিষ্টানে জঙ্গি নেই বলেন উল্লেখ্য করেন।

গত রবিবার (২৫ মার্চ) হাটহাজারী কলেজ কর্তৃক আয়োজিত ২০১৭ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, মীর মোস্তাক-সফিউন্নেহার স্মৃতি ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উল্লেখিত অভিমত ব্যক্ত করেন।

তিনি আরো বলেন, জ্ঞান অর্জনের জন্য তোমাদের কঠোর পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া কেউ সফলও হতে পারে না। জ্ঞানী লোকেরাই সমাজের কল্যাণ করতে পারে। যে দেশ যত বেশী শিক্ষিত, সে দেশ তত বেশী উন্নত। আত্ম উন্নয়ন, সমাজের কল্যাণ ও জাতীর অগ্রগতির জন্য আজকের প্রজন্মকে শিক্ষার প্রতি মনোযোগী হতে হবে। অন্যথায় তাদের জীবন অন্ধকারে পরিণত হবে। তাই শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে হবে। তবে সে স্বপ্ন ঘুমিয়ে দেখলে হবে না। লক্ষ্য স্থির করে স্বপ্ন দেখে তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছার জন্য শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি মনোযোগী হতে হবে। এতে করে শিক্ষার্থীরা দেশ, সমাজ ও জাতিকে কিছু দিতে পারবে।

কলেজ চত্বরে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মির কফিল উদ্দীন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাহবুবুল আলম চৌধুরী, হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার আফছানা বিলকিস, উপজেলা ভাইস-চেয়ারম্যান মাওলানা নাছির উদ্দিন মুনির।
কলেজের অধ্যাপক কাজী জয়নুল আবেদীন ও অধ্যাপক মৌসুমী বিশ্বাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক আবু মুছা মো. মামুন। শুভেচ্ছা বক্তব্য রাখেন হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আল মাহমুদ হাসান, কলেজ পরিচালনা পরিষদের সদস্য অধ্যাপক ড. আল ফোরকান, উপাধ্যক্ষ গুল মোহাম্মদ, মীর মোস্তাক-সফিউন্নেহার স্মৃতি ফাউন্ডেশনের ট্রাস্টি মীর সেলিম উদ্দীন, ফাউন্ডেশনের পক্ষে মায়েশা নূর ও বিদায়ী সংর্বধিত শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন মো. ইসমাইল। এ সময় প্রধান অতিথি অন্যান্য অতিথিদের সাথে নিয়ে কলেজ ম্যাগাজিন ‘প্রতিভাস’ এর মোড়ক উন্মোচন করেন।

এদিকে প্রধান অতিথি কলেজ ক্যাম্পাসে পৌঁছলে বিএনসিসি হাটহাজারী কলেজ প্লাটুনের প্লাটুন কমান্ডার পিইউও অধ্যাপক আবু তালেব এর নেতৃত্বে একদল চৌকষ ক্যাডেট তাকে গার্ড অব অনার প্রদান করেন। মন্ত্রী এর আগে কলেজ ক্যাম্পাসে নব নির্মিত প্রধান ফটক, শিক্ষক মিলানায়তন, মাল্টিমিডিয়া ক্লাস রুম, অতিথি ভবন ‘দক্ষিণা’ ও কলেজ ক্যাম্পাসের সিসি টিভি ক্যামেরা উদ্বোধন করেন। এ সময় কলেজ পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ, শিক্ষাক মন্ডলী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি ও অমন্ত্রিত অতিথিবৃন্দ মধ্যাহ্ন ভোজ শেষে বিএনসিসি, রোভার স্কাউট ও কলেজ শিক্ষার্থীদের সমন্বয়ে পরিবেশিত একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

শেয়ার করুন