কে পাচ্ছেন নৌকা প্রতীক : ভাগ্য নির্ধারণ শনিবার সন্ধ্যায়

দলীয় মনোনয়ন প্রত্যাশী মেয়র প্রার্থী

চট্টগ্রাম : কে পাচ্ছেন নৌকার টিকিট_কে হচ্ছেন নৌকার মাঝি? এমন সব প্রশ্ন চট্টগ্রামের বাতাসে উড়ছে। ১৬ ফেব্রুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। নির্বাচনের দিন যতই কাছে আসছে, ততই উত্তাপ ছড়াচ্ছে_চায়ের কাপে, অলস আড্ডায়। মেয়র নাছির পাচ্ছেন তো নৌকার টিকিট, নাকি নৌকার বৈঠা হাতে নিচ্ছেন নওফেল। ষাট লাখ নগরবাসীর ভাবনায় উঁকি দিচ্ছে এমনসব কৌতুহল-প্রশ্ন। খবরের কাগজ ছাড়াও চোখ রাখছেন অনলাইন মিডিয়ায়, টিভির পর্দায়_কখন পাচ্ছেন সেই সুখবর। গণমাধ্যম কর্মীদের কাছে জানতে চাইছেন_কী খবর, কে আসছেন আওয়ামী লীগে। তবে সবঠিক থাকলে কাল শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মেয়র প্রার্থীর ভাগ্য নির্ধারন, জানা যাবে কে পাচ্ছেন নৌকার দায়িত্ব।

আরো পড়ুন : গুরুতর অসুস্থ কবি নির্মলেন্দু গুণ আইসিইউতে
আরো পড়ুন : শিমুল ফুটেছে, এসেছে বসন্ত

সাধারণ মানুষের ভাষ্য, মনোনয়ন দৌঁড়ে এগিয়ে আছেন বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দিন। জলাবদ্ধতা আর রাস্তা-ঘাট সংস্কার কাজে ধীরগতি ছাড়া মেয়র নাছিরের গেল মেয়াদে কাজের মূল্যায়ন ফিফটি ফিফটি। দলীয় নেতৃত্ব, নগর পিতার দায়িত্ব ছাড়াও মেয়র নাছির অর্ধশত সংগঠনের শীর্ষ পদে আসীন। এছাড়াও রয়েছে নানান সামাজিক আচার-অনুষ্ঠানে অংশগ্রহণ। ওয়ার্ডে ওয়ার্ডে মেয়র নাছিরের রয়েছে বিপুল কর্মী-সমর্থক। রাজনীতির খেলার মাঠে খেলতেই পছন্দ—মেয়র নাছিরের উক্তি রাজনীতির মাঠেই ছড়াচ্ছে উত্তাপ। বস্তুত বহুভাগে বিভক্ত নগরবাসী। বিভক্তি রয়েছে দলীয় কর্মী সমর্থকদের মাঝেও।

সূত্র বলছে, সব ছাপিয়ে ক্ষমতাসীন দলের শীর্ষ নেতৃত্ব চাইছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে লড়বেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি প্রয়াত চট্টল বীর মহিউদ্দিন চৌধুরীর যোগ্য উত্তরসূরী। ষাটলাখ নগরবাসির ‘কর্মী-সমর্থক’ বৃত্ত-বলয়ের বাইরে যারা আছেন, তাদের আস্থাও নওফেলে। নগরবাসীর আস্থার কমতি নেই, সাবেক মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, নগর আওয়ামী লীগ কোষাধ্যক্ষ ও সাবেক সিডিএ চেয়ারম্যান আবদুস সালাম কিংবা সাবেক মেয়র মনজুর আলমেও।

এছাড়াও মেয়র পদে দলীয় মনোনয়ন দৌঁড়ে আছেন_নগর আওয়ামী লীগের সহ সভাপতি খোরশেদ আলম সুজন, চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সভাপতি মাহবুবুর রহমানও। আছেন এ কে এম বেলায়েত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরী, মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের আহ্বায়ক মো. ইউনুস, সাবেক মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির ছেলে মুজিবুর রহমান, সাবেক প্যানেল মেয়র রেখা আলম, মেজর (অব.) এমদাদুল ইসলাম, সদ্যপ্রয়াত চট্টগ্রাম-৮ আসনের সাংসদ মাইনুদ্দিন খান বাদলের স্ত্রী সেলিনা খান ও মরহুম জননেতা জহুর আহমদ চৌধুরীর পুত্র হেলাল উদ্দিন চৌধুরী তুফান।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একই ব্যক্তিকে দল ও সরকারের গুরুত্বপূর্ণ দুটি পদে না রাখার বিষয়ে আওয়ামী লীগের মানসিকতা আ জ ম নাছিরের মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে বড় একটি বাধা হয়ে দাঁড়াতে পারে। সেক্ষেত্রে সংগঠন শক্তিশালী করার জন্য নাছিরকে নগর আওয়ামী লীগের শীর্ষ পদে এনে মেয়র পদে নতুন কাউকে দায়িত্ব দেওয়ার সম্ভাবনা প্রবল।

বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া গণমাধ্যমকে জানিয়েছেন, আজ শুক্রবারও মনোনয়ন ফরম বিক্রি এবং জমা নেয়া হবে। কাল শনিবার সন্ধ্যা ৭টায় সব মেয়র এবং কাউন্সিলর প্রার্থীরা গণভবনে আসবেন। তারা সেখানে রাতের খাবারও খাবেন। আওয়ামী লীগের প্রার্থী কে হচ্ছেন সেখানেই তা ঘোষণা হতে পারে।

শেয়ার করুন