প্রেসিডেন্ট পদকে ভূষিত চট্টগ্রামের দুই আনসার সদস্য আজিম ও আউয়াল

মো: আব্দুল আউয়াল

চট্টগ্রাম : প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে প্রেসিডেন্ট ভিডিপি পদক পেয়েছেন ১৫ আনসার ব্যাটালিয়ন চট্টগ্রামের অধিনায়ক এএসএম আজিম উদ্দিন। ১৬ আনসার ব্যাটালিয়ন চট্টগ্রামের অধিনায়ক ও পরিচারক মো. আবদুল আউয়াল। জননিরাপত্তা ও মানবসেবায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাঁরা এ পদকে ভূষিত হন।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে আনসার ও ভিডিপির ৪০তম জাতীয় সমাবেশে ১৪৩ জন আনসার ও ভিডিপি সদস্যকে পদকে ভূষিত করেন বঙ্গবন্ধুকন্যা।

আরো পড়ুন : কে পাচ্ছেন নৌকা প্রতীক : ভাগ্য নির্ধারণ শনিবার সন্ধ্যায়
আরো পড়ুন : বান্দরবানে সিদ্দিক নগর-ক্যাচিং পাড়া সড়ক উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী

এস এম আজিম উদ্দিন

প্রেসিডেন্ট ভিডিপি পদকে ভূষিত হওয়ায় চট্টগ্রাম বিভাগের কক্সবাজারের আজিম উদ্দিন ও নোয়াখালীর চাটখিলে আবদুল আউয়াল সরকার ও সংশিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তারা জননিরাপত্তা ও মানবসেবায় কৃতিত্বপূর্ণ অবদানের জন্য সরকার যে পদক দিয়েছে তার সম্মান রক্ষার জন্য সব সময় কাজ করে যাবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন